বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » অবৈধ “বাংলাদেশী” অভিবাসীদের উদ্দেশ্যে আসামের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
অবৈধ “বাংলাদেশী” অভিবাসীদের উদ্দেশ্যে আসামের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা
পক্ষকাল পক্ষকাল সংবাদঃ
অবৈধ “বাংলাদেশী” অভিবাসীদের উদ্দেশ্যে এক কড়া বার্তায় আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল বলেছেন, ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের (এনআরসি) চূড়ান্ত তালিকায় নিজেদের নাম উঠাতে যারা ব্যর্থ হবে, তারা কোন সাংবিধানিক অধিকার পাবে না। যদিও কেন্দ্র তাদেরকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়ার আগ পর্যন্ত মানবিক কারণে তাদেরকে আশ্রয় দেয়া হবে।
এনআরসি’র প্রথম খসড়া তালিকা প্রকাশের ৪৮ ঘন্টার মাথায় মঙ্গলবার (২ জানুয়ারি) সনোয়াল এই কড়া বিবৃতি দেন। প্রথম খসড়া তালিকায় ৩.২৯ কোটি আবেদনকারীর মধ্যে ১.৯ কোটি লোক তালিকাভুক্ত হয়েছে। ২০১৬ সালের জুনে প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসেবে আসামের ক্ষমতায় আরোহনের পর গোয়াহাটিতে এনআরসি অফিস স্থাপনই ছিল তার প্রথম দায়িত্ব।
টাইমস অব ইন্ডিয়ার সাথে এক টেলিফোন সাক্ষাতকারে সনোয়াল বলেন, “যারা বিদেশী হিসেবে চিহ্নিত হবেন, তারা মৌলিক ও ভোটদানের অধিকারসহ সব ধরনের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হবেন। একটা অধিকারই তারা পাবেন- জাতিসংঘ কর্তৃক স্বীকৃত মানবাধিকার, তাদের খাদ্য, বাসস্থান ও কাপড়ের অধিকার।” মুখ্যমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই এনআরসি আসল ভারতীয় আর বিদেশীদেরকে আলাদা করে দেবে।
তিনি বলেন, “প্রথম এনআরসি খসড়ায় পুরো আবেদনকারীদের ৪০ শতাংশকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দ্বিতীয় খসড়ার জন্য বাছাই প্রক্রিয়া শিগগিরই শুরু হবে। এই দফা বাছাই শেষে যাদের নাম তালিকায় থাকবে না, তাদেরকে নাগরিকত্বের দাবি প্রমাণের জন্য আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তাদেরকে এনআরসিতে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে হবে।”
ভারত ও বাংলাদেশের মধ্যে কোন প্রত্যাবাসন চুক্তি নেই- এ বিষয়টি অবগত রয়েছেন জানিয়ে তিনি বলেন, “প্রত্যাবাসনের প্রসঙ্গ পরে আসবে। আমাদের প্রথম লক্ষ্য হলো বিদেশীদের আলাদা করা। তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়া যায়, সেটা পরে দেখা যাবে।” এনআরসি এই রাজ্যের মানুষের জীবন স্থায়ীভাবে বদলে দেবে বলেও মন্তব্য করেন তিনি।
“প্রায় ৪০ বছর ধরে, আমাদের জনগণ বিভ্রান্তি আর অনিশ্চয়তার মধ্যে বাস করে আসছে। এনআরসি এই অনিশ্চয়তার ইতি টানবে। সকলের জন্যই এটা বিজয়। কেউই কারো নাগরিকত্ব নিয়ে আর প্রশ্ন তুলবে না।”




“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র) কেন্দ্রীয় কমিটি ভেঙে দিল
সেন্ট মার্টিন : পরিবেশ না মানুষ—কাকে বেছে নেবে রাষ্ট্র?
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”