শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » রাজনীতি » বিএনপির নয়াপল্টনে সমাবেশের ব্যাপক প্রস্তুতি
প্রথম পাতা » রাজনীতি » বিএনপির নয়াপল্টনে সমাবেশের ব্যাপক প্রস্তুতি
২৪৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিএনপির নয়াপল্টনে সমাবেশের ব্যাপক প্রস্তুতি

---

পক্ষকাল ডেস্কঃ
দশম সংসদ নির্বাচনে ভোট গ্রহণের দিনটির স্মরণে ঢাকায় পুলিশের অনুমতি না পেলেও নয়াপল্টনে সমাবেশের ব্যাপক প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্প‌তিবার রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপি নেতা।

৫ জানুয়ারিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে আসছে ২০১৫ সাল থেকে। কিন্তু ২০১৬ সাল ছাড়া তারা এই দিনটিতে রাজধানীতে সমাবেশের অনুমতি পায়নি। এবারও সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চেয়েছিল দলটি। কিন্তু সেদিন ধর্মভিত্তিক একটি দল আগেই সেখানে সমাবেশের অনুমতি পায়। এরপর বিএনপি নয়াপল্টনে সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে।

বৃহস্পতিবার সকাল পর্যন্ত অনুমতি পাওয়া যায়নি বলেও জানান রিজভী। সেই সঙ্গে তাদেরকে না দিয়ে অন্য একটি দলকে সোহরাওয়ার্দী উদ্যান বরাদ্দ দেয়ার সমালোচনাও করেন তিনি।

রিজভী বলেন, ‘সোহরাওয়ারর্দী উদ্যানে একটি নাম না জানা সংগঠনকে অনুষ্ঠান করার অনুমতি দিয়ে যে নাটক করেছে সেই নাটকটি আসলে গণতন্ত্রের সাথে, জনগণের সাথে মশকরা। তবু আমরা এখনও আশা করব সরকার সোহরাওয়ার্দী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দেবে।’

সভা-সমাবেশ করা রাজনৈতিক

বিএনপি নেতা বলেন, “বিএনপি তাদের সকল কর্মসুচি শান্তিপূর্ণ উপায়ে সম্পন্ন করে থাকে। অতীতে বিএনপির কর্মসচিতে বিশৃঙ্খলা হয়েছে এমন কোন নজির নেই। আগামীকালের ৫ জানুয়ারির ‘গণতন্ত্র হত্যা দিবস’ এর কর্মসুচিও বিএনপি শান্তিপূর্ণভাবে পালন করতে বদ্ধপরিকর।”

আওয়ামী লীগ নেতারাই পরিকল্পিতভাবে বিএনপির কর্মসূচির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে একটা অশান্তির পরিবেশ তৈরি করতে যাচ্ছেন বলেও অভিযোগ করেন বিএনপি নেতা।

আওয়ামী লীগের নেতারা রাজনীতিকে সংঘাতের দিকে নিয়ে যেতে চাচ্ছেন বলে অভিযোগ করে রিজভী বলেন, ‘ঢাকাসহ দেশব্যাপী সরকারের নির্দেশে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার, নির্যাতনসহ নানাভাবে হয়রানি শুরু করেছে।’

সমাবেশের অনুমতি দেয়া সরকারের বিষয় নয়, আইন শৃঙ্খলা বাহিনীর বিষয়-আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এই বক্তব্য নিয়েও কথা বলেন রিজভী। বলেন, ‘জনগণ জানে, আপনাদের হুকুম ছাড়া আইন শৃঙ্খলা বাহিনী এক পা ফেলতে পারে না।’

‘শেখ হাসিনার অধীনে নয়, আগামী নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে’- কাদেরের এমন বক্তব্যের বিষয়ে রিজভী বলেন, ‘আমি ওবায়দুল কাদের সাহেবকে পরিস্কার বলতে চাই আপনার নেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকলে এবং সংসদ বহাল থাকলে সেই নির্বাচন কখনই সুষ্ঠ হবে না। সেটি হবে নির্বাচনের নামে ভোটকেন্দ্রে ভোটারবিহীন নির্বাচন, যাতে শুধুমাত্র আপনাদের নিজেদের পছন্দসই ব্যক্তিদের নাম বিজয়ী হিসেবে ঘোষণা করা হবে।’

‘আগামী জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই নিরপেক্ষ সরকারের অধীনে হবে। জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে আর কোন জাতীয় নির্বাচন হবে না।’



এ পাতার আরও খবর

নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি নানা আয়োজনে নববর্ষ বরণের প্রস্তুতি
রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত
পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক পুতিনের বিরুদ্ধে সুরক্ষার জন্য যুক্তরাজ্যের পারমাণবিক প্রতিরোধকে জোরদার করার প্রতিশ্রুতি দিয়েছেন সুনাক
মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে  তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত মস্কোর কনসার্ট হলে হামলায় আদালতে তিনজন সন্দেহভাজন দোষী সাব্যস্ত
কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে কনসার্ট হল গণহত্যার সন্দেহভাজনদের আদালতে হাজির, মৃতের সংখ্যা বাড়ছে
গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ‘চীনা হস্তক্ষেপ “নিয়ে নিষেধাজ্ঞার দিকে নজর দেবে যুক্তরাজ্য
মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট মস্কো হামলার পর ইসলামিক স্টেট নিয়ে যুক্তরাজ্যের ‘একেবারে’ উদ্বিগ্ন হওয়া উচিতঃ হান্ট
ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে ন্যাটোর মিত্র রাশিয়ার সঙ্গে ‘সরাসরি যুদ্ধ’ বাধাগ্রস্ত করার জন্য মর্মান্তিক সতর্কতা জারি করেছে
চীনের  গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন চীনের গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত করার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনা ব্যক্তিদের বিরুদ্ধে সোমবার নিষেধাজ্ঞা আরোপ করবে ব্রিটেন
রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে রমজানে হামলা সহিংসতায় ইন্ধন জোগাচ্ছে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)