শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ
২৭৪ বার পঠিত
বৃহস্পতিবার, ১৭ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী, আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

---
পক্ষকাল প্রতিবেদক : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে বুধবার (১৬ আগস্ট) রাতে বঙ্গভবনে গিয়ে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সঙ্গে ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। বুধবার সন্ধ্যা সাতটার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গভবনে যান। রাত ৯টার পর সেখানে যান আইনমন্ত্রী, সেতুমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। বঙ্গভবন সূত্রে এই তথ্য জানা গেছে।

একটি সূত্র জানায়, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সর্বাত্মক পদক্ষেপ নিয়েছে। দেশে পর্যাপ্ত খাদ্যশস্যের মজুদ রয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত জনগণের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রশাসনসহ স্থানীয় জনপ্রতিনিধিদের ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।’ রাষ্ট্রপতি এ সময় বন্যায় মানুষের কষ্ট লাঘবে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করার পরামর্শ দেন। তিনি বলেন, ‘ত্রাণসামগ্রী যাতে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছায় তা নিশ্চিত করতে হবে।’

সাক্ষাৎ শেষে রাত ৯টা ৪৫ মিনিটে বঙ্গভবন থেকে বের হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সোয়া ১০টার দিকে বের হন মন্ত্রীরা।

এ সময় বঙ্গভবনের গেটে অপেক্ষমাণ সাংবাদিকদের ওবায়দুল কাদের জানান, ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কথা হয়েছে। কী কথা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘কথা হয়েছে, তবে কী কথা হয়েছে, তা বলা যাবে না।’ তিনি আরও বলেন, ‘আলোচনা চলছে, আরও হবে।’ সেতুমন্ত্রী জানান, রাষ্ট্রপতির স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী। উত্তরাঞ্চলের বন্যাকবলিত এলাকা নিয়েও কথা হয়েছে। এছাড়া, গত মঙ্গলবার ধানমন্ডি ৩২ নম্বরের অদূরে সুইসাইডাল ভেস্ট নিয়ে আত্মঘাতী আক্রমণ নিয়েও কথা হয়েছে।

এর আগে শনিবার রাতে কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবনে গিয়ে দেখা করার একদিন পর গত সোমবার বঙ্গভবনে গিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ওই দিন তিনি সাংবাদিকদের জানিয়েছিলেন, রায় বিষয়ে আওয়ামী লীগের প্রকৃত অবস্থান জানাতে সেদিন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন।

উল্লেখ্য, উচ্চ আদালতের বিচারকদের অপসারণের ক্ষমতা সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনীকে বাতিল করে দেওয়া আপিলের রায় গত ১ অগাস্ট প্রকাশ করেন সুপ্রিম কোর্ট। ওই রায়ের পর্যবেক্ষণে প্রধান বিচারপতি দেশের রাজনীতি, সামরিক শাসন, নির্বাচন কমিশন, দুর্নীতি, সুশাসন ও বিচার বিভাগের স্বাধীনতাসহ বিভিন্ন বিষয়ে পর্যবেক্ষণ তুলে ধরেন।



এ পাতার আরও খবর

বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিমলা চুক্তি। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে সিমলা চুক্তি।
কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ কাশ্মীরে হামলার ১০ মিনিটের মাথায় মামলা! উঠছে ‘ফলস ফ্ল্যাগ অপারেশন’-এর অভিযোগ
২৩ লাখ ‘মৃত ভোটার’ বাদ ২৩ লাখ ‘মৃত ভোটার’ বাদ
গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার গুজরাটে ইতিহাস গড়া অভিযান: এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার
জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে জাতীয় গ্রিড বিপর্যয়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলা অন্ধকারে
বাংলাদেশ-ভারত সম্পর্ক ২০২৪-এর পর: নতুন সমীকরণ নাকি পুরনো ছায়া! বাংলাদেশ-ভারত সম্পর্ক ২০২৪-এর পর: নতুন সমীকরণ নাকি পুরনো ছায়া!
কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের কাশ্মীর হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা, তদন্তে নিরপেক্ষতার প্রস্তাব পাকিস্তানের
বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক বান্দরবানে বিএনপি নেতার অবৈধ কাঠবোঝাই ট্রাকসহ চালক আটক
তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ তারেক রহমানের সম্ভাব্য প্রধানমন্ত্রীত্ব এবং জাতীয় ও আন্তর্জাতিক হিসাব-নিকাশ
বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে বাংলাদেশকে নিজেদের পথ নিজেদের ইতিহাস নিজ হাতে লিখতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)