বুধবার, ২০ জুলাই ২০১৬
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করলো র্যাব
নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করলো র্যাব
পক্ষকাল ডেস্কঃ সারা দেশে নিখোঁজ ২৬১ জনের তালিকা প্রকাশ করেছে র্যাব। এদের বিস্তারিত পরিচয় থাকলেও এই তালিকায় সবার ছবি নেই।
মঙ্গলবার দিবাগত র্যাবের ফেসবুক পাতায় এই তালিকা প্রকাশ করা হয়। দেখা যাচ্ছে, এই তালিকায় বেশিরভাগই কিশোর ও তরুণ। এদের অনেকেই বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পড়ুয়া।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়া হামলার পর হামলাকারীদের প্রশংসা করে এবং আরো হামলার হুমকি দিয়ে ইউটিউবে প্রকাশিত ভিডিওতে যে তিন তরুণকে দেখা গিয়েছিল তারাও এই তালিকায় রয়েছে। এদের একজন ক্লোজআপ তারকা তাহমিদ এবং আরেকজন জনপ্রিয় এক মডেলের সাবেক স্বামী বলে জানা গেছে।
এছাড়া সন্ত্রাসী হামলায় তরুণদের জড়িত থাকা এবং তারা সবাই বেশ কিছু দিন ধরে নিখোঁজ ছিল এমন প্রমাণ পাওয়ার পর নিখোঁজ আরো অনেক তরুণের তথ্য আসতে থাকে। আইনশৃঙ্খলা বাহিনী এমন শতাধিক জনের নামের তালিকা পাওয়ার কথা জানায়। এর মধ্যে ১০ জনের ছবিসহ বিস্তারিত পরিচয় ইতিমধ্যে প্রকাশ করে সন্ধান চাওয়া হয়েছে। এদের মধ্যে একজন পরিবারের কাছে ফিরে এসেছে বলে নিশ্চিত করেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান।
এদিকে গত সোমবার রাজধনীর খিলগাঁও থেকে ডা. রোকনুদ্দিন নামে ঢাকা শিশু হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক স্ত্রী, দুই কন্যা এবং মেয়ে জামাই সহ নিখোঁজ হওয়ার খবর প্রকাশ করেছে বাংলামেইল। আত্মীয়স্বজন বলছে, তারা গত বছরই দেশ ছেড়ে গেছে। সর্বশেষ গত রোজায় জানিয়েছে, তারা এক মুসলিম দেশে আছেন এবং ভালোই আছেন। আর দেশে ফিরবেন না।
র্যাব বলেছে, দেশব্যাপী অনুসন্ধান চালিয়ে সাম্প্রতিককালের নিখোঁজ ব্যক্তিদের নামের এ তালিকা প্রকাশ করা হলো। এসব ব্যক্তির খোঁজ জানতে পারলে নিকটস্থ র্যাব ক্যাম্প /ব্যাটালিয়নে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।
মোবাইলঃ ০১৭৭৭৭২০০৫০
ফেসবুকঃ https://www.facebook.com/rabonlinemediacell/
ইমেইলঃ cybercrime@rab.gov.bd
প্রসঙ্গত, তরুণরা নানাভাবে প্রভাবিত হয়ে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন আইএস এ যোগ দিতে দেশ ছাড়ছে বলে তথ্য পাওয়া যাচ্ছে। গুলশান হামলায় অংশগ্রহণকারী পাঁচ তরুণও এভাবে আইএসে যোগ দিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। তবে সপরিবারে দেশ ছেড়ে যাওয়ার নজির ছিল না। ডা. রোকনুদ্দিনের ঘটনাটিই প্রথম। তবে গত বছর ব্রিটেন প্রবাসী এক বাংলাদেশি পরিবারের ১১ সদস্য সিরিযা গিয়ে একসাথে আইএসে যোগ দেয়ার খবর আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছিল।




হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী