শনিবার, ২ মে ২০১৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: খালেদা জিয়া
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ: খালেদা জিয়া
![]()
২০১৫ মে ০২
পক্ষকাল প্রতিবেদকঃ বেগম খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনেই এদেশের সকল বর্ণ, ধর্মীয় সম্প্রদায় ও নৃগোষ্ঠী-সমূহের সম্মিলিত আকাঙ্খার স্ফুরণ ঘটেছে। বাংলাদেশে সকল ধর্মের অনুসারীরা পারস্পারিক সৌহার্দ্যরে বন্ধনে আবদ্ধ।বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গণমাধ্যমে পাঠানে এক বাণীতে তিনি এ কথা বলেন।তিনি বলেন, আমরা ধর্মীয় সংখ্যাগুরু ও সংখ্যালঘু বিভাজনে বিশ্বাস করিনা। আমরা সবাই বাংলাদেশী। ধর্মীয় সম্প্রীতি এবং সকল ধর্মের মর্যাদা রক্ষায় আমরা সব সময় সচেষ্ট থেকেছি এবং আগামীতেও সে প্রয়াস অব্যহত থাকবে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন খালেদা জিয়া।
তিনি তার বাণীতে বলেন, যুগে যুগে বিভিন্ন ধর্মের মনীষীরা পথভ্রষ্ট মানুষকে সত্যের পথে আহ্বান জানিয়েছেন, দেখিয়েছেন কল্যাণের পথ। তারা সকল প্রতিবন্ধকতা ও প্রতিকুলতার মধ্যেও সত্য ও ন্যায়ের পথে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। অ-হিংসার ধারনার পথ প্রদর্শক মহামতি গৌতম বুদ্ধ’র বাণী চিরন্তন, যা আজও মানব জাতির জন্য সমানভাবে প্রযোজ্য।
তিনি আরও বলেন, সারা পৃথিবী যখন হিংসা বিদ্বেষ ও বিভেদে জর্জরিত তখন মহামতি বুদ্ধ’র মহান বাণী “হিংসা দিয়ে হিংসার ধ্বংস নয়” এই চেতনায় আমরা পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনতে পারি। আমাদের সবাইকে সে কারনেই স্মরণ করতে হয় জাতিতে জাতিতে ধ্বংসাত্মক প্রতিযোগীতায় মানব জাতি আজ যখন ছিন্নভিন্ন তখন মহমতি গৌতম বুদ্ধের অহিংসা, মানব প্রেম ও শান্তির বাণী বিশ্ববাসীকে দেখাতে পারে মহামিলনের পথ।




ভূমি খেকো ভুয়া ডিগ্রীধারী সাদী-উজ-জামানের হাজার কোটি টাকার মিশন!
দুর্নীতির বাদশা বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী জালাল গংদের দুর্নীতি রুখবে কে?
সদ্য অবসরে যাওয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফার বিপুল সম্পদের মালিকানা নিয়ে রহস্য (পর্ব-২)
হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব