
সোমবার, ১১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে কয়েকটি ভবন
তুরস্কে ৬.১ মাত্রার ভূমিকম্প, ধসে পড়েছে কয়েকটি ভবন
আন্তর্জাতিক ডেস্ক
রবিবার সন্ধ্যায় ৬.১ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তুরস্ক। দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল তুরস্কের পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশের সিনদিরগি জেলায়।
ছবি - সংগৃহীত
ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১১ কিলোমিটার (৬.৮ মাইল) গভীরে আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, প্রাথমিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে বালিকেসিরে বেশ কয়েকটি ভবন ধসে পড়েছে বলে খবর মিলেছে।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত সকল মানুষের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, তিনি এই ঘটনার পরবর্তী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন।