এটা কিন্তু কিছু একটা শাহ কামাল সবুজ
এটা কিন্তু কিছু একটা
শাহ কামাল সবুজ
ওগুলো কিছু না
রাগে ক্ষোভে কেউ কাউকে
মারতেই পারে
কিন্তু প্রাণে মেরে ফেলাটা
কিছু একটা
ধরলাম, মৃত্যুটাও কিছু না
কিন্তু মৃত দেহের উপর পৈচাশিক নৃত্য
এটা কিন্তু কিছু একটা।
তারপর সিনেমার শেষ দৃশ্যের মতো
পুলিশ এলো,
হত্যাকারী গ্রেফতার হল
হত্যার স্বীকরোক্তি মিলল
ধরে নিলাম এগুলোও কিছু না।
কিছুটা হল,
এসব প্রকাশ্যে হত্যাকারীর পক্ষে
উকিল দাঁড়াবে, জামিনের আবেদন হবে
জামিন মঞ্জুর হবে।
সব ক্ষমতা বা টাকা,
টাকার জন্য মানুষ কুকুর হয়
টাকার জন্য মানুষ খুব বিশ্বাসীজনের সাথে
বিশ্বাস ঘাতকতা করে
টাকার জন্য মানুষ, মানুষকে হত্যা করে
টাকায় জন্য উকিল খুনির পক্ষ
নিতেই পারে
ধরলাম, এগুলোও কিছু না।
কিছুটা হল, শেষ বিচারের রায়
ফরেনসিক আলামতে গরমিল
দূর্বল চার্জশীট, উকিলের জেরা,
বিবাদী বিজ্ঞ আইনজীবীর উচ্চকিত কন্ঠ
‘কেউ কি আছেন এ হত্যাকাণ্ড স্বচক্ষে দেখেছেন?
এজলাসে পিনপতন নিরবতা
কেউ দেখেন নি,
কেউ ছিলই না ওখানে
“মাননীয় আদালত, প্রতিপক্ষকে ফাঁসানোর জন্য এ মামলা
আইনত এর কোন ভিত্তি নেই।”
(উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে অসহায় বিচারক)
আসামি বেকসুর খালাস!
তারপর,
তারপর, জেলগেটে উল্লাস, হৈ, রৈ,,,
কারো হাতে ফুলের তোড়া
কারো হাতে ফুলের মালা
এটা কিন্তু কিছু একটা