
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » মেহেরপুরের সাবেক মেয়রকে বিএনপি সাজানোর অপচেষ্টা খবর সর্বত্র
মেহেরপুরের সাবেক মেয়রকে বিএনপি সাজানোর অপচেষ্টা খবর সর্বত্র
মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে সাবেক মেয়র মোতাসিম বিল্লা মুতুকে বিএনপি সাজানোর চেষ্টার অভিযোগ উঠেছে। জীবনে কোনদিন বিএনপির রাজনীতি না করলেও তিনি বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ও বিএনপির কর্মকান্ডকে সমর্থন করেন এই মর্মে প্রত্যয়ন পত্র দিয়েছেন মেহেরপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক ফয়েজ মোহাম্মদ। এ ঘটনায় বিএনপি’র জেলার নেতৃবৃন্দের মধ্যে সমালোচনা ঝড় বইছে।
জানা যায়, মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র মোতাসিম বিল্লাহ মতু কোনদিন বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত ছিলেন না। তবুও তাকে বিএনপি সাজানোর অপচেষ্টা চলছে। আর এই অপচেষ্টায় তাকে সহযোগিতা করছেন ফয়েজ মোহাম্মদ। মোতাসিম বিল্লা মতু বেশ কয়েকটি মামলার জন্য ৫ আগস্ট পরবর্তী সময়ে বিএনপি সাজার চেষ্টা করছেন রাজনৈতিক ছত্রছায়া নিয়ে বাঁচার জন্য। এই মোতাসিম বিল্লা মতুর বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, মোতাসিম বিল্লা মতুকে আমরা কখনো রাজনীতির মাঠে বিএনপি করতে দেখিনি। তিনি সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন দুদলের আস্থাভাজন ছিলেন। তাকে বিএনপি সাজানোর চেষ্টা দলের জন্য অপমান স্বরূপ।
একটি সূত্র জানিয়েছে, মতু তার সব অপকর্ম ঢাকতে বিভিন্ন সময়ে অপকৌশল অবলম্বন করছেন। তিনি সাংবাদিকদের কেউ বিভিন্ন সময় বিভিন্নভাবে হয়রানি মূলক মামলা দিয়ে ফাসানোর চেষ্টা করেছেন। তার সব অপকর্ম দুর্নীতি দমন কমিশন দুদকের মাধ্যমে তদন্ত করে বিচার হওয়া উচিত।
বিষয়টি নিয়ে ফয়েজ মোহাম্মদকে ফোন দিলে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলে জানান।
আর মোতাসিম বিল্লা মতুর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।