
শনিবার, ৩ মে ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » এন সিপির বাবুরা বিএনপি’র সাথে গুতাগুতি করো না -আবু তৈয়ব হাবিলদার
এন সিপির বাবুরা বিএনপি’র সাথে গুতাগুতি করো না -আবু তৈয়ব হাবিলদার
ফেসবুকের পোস্ট থেকে :
এনসিপির বাবুরা বিএনপির সাথে গুতাগুতি করলে তোমাদের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না। বিএনপির বিরুদ্ধে ১৮ বছর ষড়যন্ত্র করে ও গণমানুষ থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করা যায় নি। যাবেও না।
বিএনপির রাজনৈতিক নেতৃত্বের
দূর্বলতা সীমাহীন কিন্তু বিএনপির প্রতি মাস পিপলের ভালোবাসা মেজর জিয়া ও বেগম খালেদাকে ঘিরে যা অসীম। ভোটের রাজনীতিতে আওয়ামী লীগকে টেক্কা দেয়ার মতো বাংলাদেশে দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই। ১৮ বছরেও বিএনপির বিকল্প রাজনৈতিক দল গড়ে উঠেনি। সেটা রাজনৈতিক দৈন্যতা। এর দায় কিন্তু বিএনপির নয়। অন্য সকলের।
বিএনপি বুর্জোয়া রাজনৈতিক দল। নানা মতের মানুষ এখানে ভীড় করে,করতে পারে। বিএনপি তা সহযে হজমও করতে পারে। যা আওয়ামী লীগ ও পারে। অন্য দলগুলো তা পারে না।
১৮ বছর ক্ষমতাচ্যুত বিএনপির জনপ্রিয়তায় ধ্বস নামাতে পারেনি।
ভারতের মদদে ওয়ান ইলাভেন সরকারের ষড়যন্ত্র,১৬ বছর আওয়ামী লীগের ষড়যন্ত্র,
ইউসুফ সরকারের ষড়যন্ত্র কোনো কিছুতেই
বিএনপিকে ঠেকাতে পারেনি এবং পারবে বলে মনে হয় না। সেটা বাবু পার্টি ও সকল দলের আমলে নেয়া উচিৎ।
১৮ বছরে তাদের নেতাকর্মীদের আত্মত্যাগকে ছুড়ে ফেলা হিমালয় ধ্বংস করার মতো অপচেষ্টা মাত্র। হিমালয়ের গগণ চুম্বিতা যেমন বিএনপির জনপ্রিয়তা ও তেমন। ফেসবুকে সত্যি মিথ্যা প্রোপাগানডা,প্রাসাদ ষড়যন্ত্র করে,
বিএনপিকে রদ করে দেয়া প্রায় অসম্ভব।
জুলাই অভ্যুত্থানের ছাত্রনেতারা,
আন্দোলনের সকল স্টেক হোলডারদের বলি,জুলাইয়ে ঐক্যবদ্ধতার সূরে কথা বলো এবং কাজ করো। বিএনপিকে ঠেকাতে গেলে সকলেই মিথ্যুক রাখালের বাঘের গল্পের শিকার হবা। যার পরিণতি বেশ ভয়াবহ।
আমি বিএনপি করি না।
বিএনপির সাথে পাংগা নেয়ার পরিণতির কথা জনতার ভিতর থেকেই তোমাদের বলে দিলাম। জনমত উপেক্ষা করে রাজনীতি ও রাজনৈতিক দল হয় না।
-আবু তৈয়ব হাবিলদার
ঢাকা বিশ্ববিদ্যালয়