শুক্রবার, ২ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর » চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ
খাগড়াছড়ি প্রতিনিধিঃ![]()
চালককে মারধরের প্রতিবাদে খাগড়াছড়ির দিঘীনালা ও রাঙ্গামাটির মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ করে দিয়েছেন চালক-মালিক ও স্থানীয় লোকজন। শুক্রবার (২ মে) সকাল ৯টা থেকে হঠাৎ যান চলাচল বন্ধের সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
স্থানীয় ও বিভিন্ন যানচালক ও মালিকদের উদ্ধৃতি দিয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া জানান, বৃহস্পতিবার বিকাল ৫টার সময় বাঘাইছড়ি-দীঘিনালা সড়কের ১১ কিলো নামক জুম্মবি আদম এলাকায় রাঙ্গামাটি থেকে মারিশ্যা ফেরার পথে জিপ গাড়ি থামায় ইউপিডিএফের কালেক্টর সুবল চাকমা ও সোহেল চাকমা।
জিপ থামানোর পর যাত্রীদের নামিয়ে গাড়ির চাবি নেয়ার পর গাড়িতে ভাঙচুর চালানো হয়। গাড়ির ড্রাইভার মো. জিন্নাত আলীকে মারধর করে মারাত্মকভাবে আহত করে এবং পকেটে থাকা টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়।
আহত অবস্থায় স্থানীয়রা চালক জিন্নাতকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করায় এবং তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছে। গাড়িচালক জিন্নাত বাঘাইছড়ির মুসলিম ব্লক এলাকার মহিউদ্দিনের ছেলে।
জিন্নাত আলীকে মারধরের সুষ্ঠু বিচার ও গাড়ি উদ্ধারের দাবিতে যান চলাচল বন্ধ করে দেয় চালক, মালিক ও স্থানীয়রা। এনিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এই বিষয়ে ইউপিডিএফের একাধিক নেতাকে ফোন করলেও রিসিভ না করায় তাদের বক্তব্য নেয়া যায়নি।




    আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?    
    বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ    
    বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক    
    বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী    
    . ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা    
    পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি    
    ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার    
    বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই    
    পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর    
    ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন