
শুক্রবার, ২ মে ২০২৫
প্রথম পাতা » ব্রেকিং নিউজ » বাংলাদেশ সেনাবাহিনীর রামুভিত্তিক ১০ পদাতিক ডিভিশনের কমান্ডডিং অফিসারদের চলাচলে নিষেধাজ্ঞা জারি
বাংলাদেশ সেনাবাহিনীর রামুভিত্তিক ১০ পদাতিক ডিভিশনের কমান্ডডিং অফিসারদের চলাচলে নিষেধাজ্ঞা জারি
এক্সক্লুসিভ: বাংলাদেশ সেনাবাহিনীর রামু-ভিত্তিক ১০ম পদাতিক ডিভিশনের কমান্ডিং অফিসার ও ডেপুটি কমান্ডিং অফিসারদের চলাচলে নিষেধাজ্ঞা জারি।
বাংলাদেশ সেনাবাহিনীর রামু সেনানিবাসে অবস্থানরত ১০ম পদাতিক ডিভিশনের সব কর্মকর্তা এবং সেনাসদস্যদের ক্যাম্পের বাইরে যাওয়া নিষিদ্ধ করা হয়েছে — এমন নথিপত্র “নর্থ-ইস্ট নিউজ” এর হাতে এসেছে।
২৮ এপ্রিল তারিখে জারি করা একটি “রিস্ট্রিকটেড” আদেশে এক লেফটেন্যান্ট কর্নেল স্পষ্টভাবে জানিয়েছেন, এখন থেকে কমান্ডিং অফিসার (CO) এবং ডেপুটি কমান্ডিং অফিসারদের (2IC) রামু বা কক্সবাজারের এরিয়া কমান্ডারের অনুমতি ছাড়া সেনানিবাসের বাইরে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
এই আদেশ এসেছে এমন এক সময়ে, যখন রামু-ভিত্তিক ১০ম ডিভিশন আরাকান আর্মিকে মিয়ানমার জান্তা সরকারের বিরুদ্ধে গোপনে লজিস্টিক ও রসদ সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কিছু সহায়তা ইতিমধ্যেই সরবরাহ শুরু হয়েছে বলে খবর।
আদেশে আরও বলা হয়েছে: “এখন থেকে কোনো কমান্ডিং অফিসার বা ডেপুটি কমান্ডিং অফিসার জেনারেল অফিসার কমান্ডিং (GOC) অথবা কক্সবাজার এরিয়া কমান্ডারের পূর্বানুমতি ছাড়া রামু স্টেশনের সীমার বাইরে যেতে পারবেন না।”
এই নির্দেশনা ব্রিগেড থেকে শুরু করে প্লাটুন স্তরের সব কমান্ডারদের জন্য প্রযোজ্য হবে। রামু ১০ম ডিভিশনের অধীনে বর্তমানে তিনটি ব্রিগেড ইউনিট রয়েছে।
এমনকি ১৭তম ও ২৪তম ডিভিশনের জন্যও সেনা কর্তৃপক্ষ একই ধরনের আদেশ দিয়েছে বলে জানা গেছে, যেগুলোও আরাকান আর্মিকে সহায়তা দেওয়ার অভিযানে অংশ নিতে পারে।
যদিও ২৮ এপ্রিলের আদেশে চলাচল সীমিত করার নির্দিষ্ট কারণ উল্লেখ করা হয়নি, সেনা সূত্রগুলো বলছে, এর মূল উদ্দেশ্য হতে পারে সামরিক পরিকল্পনা বা সংবেদনশীল তথ্য বাইরে ফাঁস হওয়া রোধ করা।
তারা আরও বলেছে, সেনা অফিসারদের চলাচলে নিষেধাজ্ঞা জারির কারণ হতে পারে দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি মিত্র দেশ থেকে আনা “সংবেদনশীল যন্ত্রপাতি” যেগুলো বর্তমানে রামুতে রাখা হয়েছে।
সূত্র নর্থ ইস্ট নিউজ