সোমবার, ১৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মতিঝিলে বিএনপির কোনো কমিটি নেই, চাঁদা দাবিকারী যুবকের বিরুদ্ধে মামলা
মতিঝিলে বিএনপির কোনো কমিটি নেই, চাঁদা দাবিকারী যুবকের বিরুদ্ধে মামলা
![]()
![]()
বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই বলে জানিয়েছেন ওই ইউনিটের বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিন।
মতিঝিল থানায় বিএনপির কোনো কমিটি নেই, চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের।
মতিঝিল থানায় বিএনপির কোনো কমিটি নেই, চাঁদাবাজির ঘটনায় মামলা দায়ের।
সম্প্রতি চাঁদার দাবিতে এক ব্যবসায়ীকে রাজধানীর মতিঝিল থানা বিএনপির সভাপতি পরিচয়ে দোকান থেকে ডেকে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এমন একটি ভিডিও গত দুই দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমেও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যাওয়া ওই দুর্বৃত্তের বিরুদ্ধে মতিঝিল থানায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব তানভীর আহমেদ রবিন উপস্থিত হয়ে মামলা করেন। একইসঙ্গে দ্রুততম সময়ে ওই যুবককে আইনের আওতায় আনারও দাবি জানিয়েছেন তারা।
গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন মতিঝিল থানা বিএনপির কোনো কমিটি নেই। কমিটি গঠন করার লক্ষ্যে সাংগঠনিক টিমের কাজ চলমান রয়েছে। এ অবস্থায় দলের সুনাম ক্ষুণ্ণ করার জন্য কেউ কেউ সংগঠনের নাম ব্যবহার করে দুর্বৃত্তায়নের পথ বেছে নিয়েছে। তবে এসব কর্মকাণ্ড বরদাশত করা হবে না বলেও জানিয়েছেন তারা
ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, লম্বা চুলের অধিকারী এক যুবক এক দোকানির সামনে এসে মতিঝিল থানা বিএনপির সভাপতি পরিচয় দিয়ে তার অফিসে নিয়ে যেতে চান।
ওই ব্যবসায়ী কেন অফিসে যেতে হবে জানতে চাইলে যুবক দাবি করেন, ‘আমি মতিঝিল থানা বিএনপির সভাপতি ও ভারপ্রাপ্ত ওয়ার্ড কমিশনার। আমি কেন তোমারে নিজে ডাকতে আসি, বুঝো না তুমি। আমার অফিসে যাবা, এতে এত কথা কিসের?’ পরে ওই দোকানি তাদের সঙ্গে চলে যাচ্ছেন, এমনটা ভিডিও ফুটেজে দেখা যায়।
পরবর্তীতে অনুসন্ধানী জানা যায় মতিঝিল থানা বিএনপির সভাপতি পরিচয়দান কারী আসিফ ইমাম গত কিছু দিন আগে মাসুদ রানা নামে জাতীয় প্রেসক্লাবের একজন কর্মচারীর কাছে মোটা অংকের চাঁদা দাবি করে তার দাবিতে চাঁদা না দেওয়ার কারণে একে অমানবিক নির্যাতন করে পুলিশে ধরিয়ে দেয়।ফকিরাপুল আরামবাগ মতিঝিল এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে জানা যায় মতিঝিল থানা বিএনপির সভাপতি দাবিদার লম্বা চুল ওয়ালা আসিফ কিছুদিন আগেও হোটেল বয় এর চাকরি করতেন ৫ ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর চার/পাঁচ জন টোকাই/চেছড়া বখাটেদের কে নিয়ে চাঁদাবাজের বাহিনী তৈরি করে। এই বাহিনীর মূল কাজই ছিলো মতিঝিল এলাকার নিরীহ জনগণ ও ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করা।
স্থানীয় বাসিন্দারা আরো জানান ৫ ই আগস্টের পর থেকেই আরামবাগ ফকিরাপুল তথা মতিঝিলে ৫/৭ জনের একটি গ্রুপ তৈরি করে এই আসিফ ইমাম নিজেকে বিএনপির মতিঝিল থানার সভাপতি পরিচয় দিয়ে বিভিন্ন সময় মানুষদের নির্যাতন করে চাঁদা আদায় করে যাচ্ছে।এমনি কি আওয়ামীলীগের মতিঝিলের নেতাদের মামলা থেকে নাম বাদ দেওয়ার কথা বলে টাকা দাবি করাই ছিলো তার কাজ।




বরিশাল সোনালী ব্যাংক: দুর্নীতিতে জর্জরিত, গোপালের পথে হাটছেন জিএম মাহমুদুল হক
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী
. ইউনূসকে ‘জঙ্গি, হত্যাকারী ও অর্থলোভী’ বললেন শেখ হাসিনা
পদোন্নতির রমরমা বাণিজ্য: সচিবের চেয়ার পেতে শত কোটি টাকার চুক্তি
ডলার প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার
বেকারত্ব বাড়াচ্ছে চুরি-ছিনতাই
পুলিশের উপস্থিতিতেই রাজশাহীতে খানকা শরিফে হামলা-ভাঙচুর
ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন
কুড়িগ্রামের সাংবাদিক রিগানকে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?