মঙ্গলবার, ৬ জুন ২০২৩
প্রথম পাতা » খেলাধুলা » ইউনিভার্সাল রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া
ইউনিভার্সাল রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশ হিসেবে ইউনিভার্সাল বুকেনাম। অন্তর্ভুক্ত করলেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ডমাস্টার কারাতে ডক্টর মোহা : গোলাম জাকারিয়া
সুইজাত প্রতিনিধি:: ইউনিভার্সাল রেকর্ড ফর্মে প্রথম বাংলাদেশি রেকর্ড করে ইউনিভার্সাল বুকে নাম অন্তর্ভুক্ত করেন সুইজারল্যান্ড প্রবাসী গ্র্যান্ড মাস্টার কারাতে ডক্টর মোঃ গোলাম জাকারিয়া ।
গত ৪/০৬/২০২৩ ইউনিভার্সাল রেকর্ড ফর্মে তাদের নিয়মিত রেকর্ড বই প্রকাশ করেন সেখানে প্রথম কোন বাংলাদেশীর নাম অন্তর্ভুক্ত হয়। কিশোরগঞ্জের বাজিতপুরে জন্মগ্রহণকারী গ্র্যান্ড মাস্টার কারাতে ডক্টর মোঃ গোলাম জাকারিয়া নাম অন্তর্ভুক্ত হয় এবং তিনি ২০২১ সালে ইউনিভার্সাল কারাতে বিভিন্ন ইভেন্টে গিনিস বুক অফ ওয়ার্ল্ড সহ বিশ্বচ্যাম্পিয়ন সহ বিভিন্ন ইভেন্টে জাতীয় ও আন্তর্জাতিক সর্বমোট ৪৩৫টির উপরে স্বর্ণপদক অর্জন করে এক অনন্য রেকর্ডের স্থাপন করেন। এছাড়া তিনি ইউরোপে ইতালিতে জাতীয় চ্যাম্পিয়ন সহ ইউরোপে বিভিন্ন দেশে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণ করে বাংলাদেশী হিসেবে শুনাম অর্জন করেছেন। ২০২০ সালে তিনি গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ সর্বকনিষ্ঠ গ্র্যান্ডমাস্টার হিসেবে স্বীকৃতি পেয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এর নাম উঠেছেন। জাতির জনক বঙ্গবন্ধু নামে সেই গিনিস বুক অব কল রেকর্ডটিক উৎসর্গ করেছেন ২০২২ সালে অফিসিয়াল ভাবে। উৎসর্গকৃত নিজবুক অল রেকর্ডটি পরবর্তীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির
কার্যালয়ে প্রেরণ করা হয়।
তিনি সুইজারল্যান্ডে অবস্থিত জেনেভার আন্তর্জাতিক স্পোর্টস আদালতের একজন বিচারক হিসেবে ও পরামর্শক হিসেবে কাজ করছেন।
বিশ্ব কারাতে সংস্থায় তিনি পরামর্শ হিসেবে দীর্ঘদিন ধরে নিয়োজিত আছেন। বর্তমানে তিনি সুইজারল্যান্ড এর সরকার অনুমোদিত অল মার্শাল আর্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এর প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত আছেন।