
বুধবার, ২৭ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | ব্রেকিং নিউজ » হলি আর্টিজান মামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক: যুক্তরাষ্ট্র
হলি আর্টিজান মামলার বিচার বাংলাদেশের জন্য মাইলফলক: যুক্তরাষ্ট্র
পক্ষকাল সংবাদ ডেস্ক : হলি আর্টিজান মামলার বিচারকে বাংলাদেশের জন্য মাইলফলক বলে অবহিত করেছে যুক্তরাষ্ট্র।
আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র ২০১৬ সালের জুলাই মাসে ঢাকার গুলশানের হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার বিচার সমাপ্ত হওয়া বিষয়টি লক্ষ্য করেছে।
আজকের রায়ের ফলে সেদিনের নির্মম হত্যাকাণ্ডের শিকার হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের কিছুটা হলেও কষ্টের অবসান হবে। এই বিচার বাংলাদেশের জন্য মাইলফলকস্বরূপ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, যুক্তরাষ্ট্র এ হামলার পুরো তদন্তকাজে বাংলাদেশ সরকারকে সহায়তা করতে পেরে সম্মানিত।
আমরা বাংলাদেশকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং বিশেষ করে আইনের শাসন পরিস্থিতি উন্নয়নের সহায়তা অব্যাহত রাখার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ।
এই ভাবগম্ভীর মুহূর্তে হত্যাকাণ্ডের শিকার সাধারণ নাগরিক এবং ঘৃণা ওই সন্ত্রাসী হামলার মোকাবেলায় হতাহত বাংলাদেশি আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তাদের প্রিয়জনদের প্রতি যুক্তরাষ্ট্র পুনরায় গভীরতম শোক প্রকাশ করছে।