শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

Daily Pokkhokal
বুধবার, ১৩ এপ্রিল ২০১৬
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » রিজল ব্যাংক দায় দিচ্ছে বাংলাদেশ ব্যাংককে
প্রথম পাতা » অর্থনীতি | ব্যাংক-বীমা » রিজল ব্যাংক দায় দিচ্ছে বাংলাদেশ ব্যাংককে
২৭৯ বার পঠিত
বুধবার, ১৩ এপ্রিল ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রিজল ব্যাংক দায় দিচ্ছে বাংলাদেশ ব্যাংককে

---

ডেস্কঃ নরিজল ব্যাংককে দায়ী করে তাদের জরিমানা করে রিজার্ভ চুরির অর্থ উদ্ধারের দাবি যখন জানাচ্ছে বাংলাদেশ ব্যাংক, তখন ফিলিপিন্সের ব্যাংকটি উল্টো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংককেই দোষ দিচ্ছে।
গত ফেব্রুয়ারির শুরুতে ‘হ্যাকিংয়ের মাধ্যমে’ চুরির ওই অর্থ আটকাতে বাংলাদেশ ব্যাংক যে বার্তাগুলো পাঠিয়েছিল, তা অস্পষ্ট ছিল দাবি করে রিজল ব্যাংক কর্তৃপক্ষ বলছে, এজন্য তারা লেনদেন বন্ধে সময়মতো পদক্ষেপ নিতে পারেনি।
বিশ্বজুড়ে আলোচিত এই মুদ্রাপাচারের এই ঘটনায় মঙ্গলবার ফিলিপিন্সের সিনেট ব্ল রিবন কমিটিতে রিজল ব্যাংকের হেড অফ লিগ্যাল অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স মাসেল এস্তাভিল্লো এই দাবি করেন বলে দেশটির সংবাদপত্রগুলো জানিয়েছে।
শুনানিতে এস্তাভিল্লো বলেছেন, তারা বাংলাদেশ ব্যাংক থেকে যে ই-মেইলগুলো পেয়েছিলেন, তাতে বিষয়টি যে জরুরি সেই বার্তা ছিল না। এছাড়া ই-মেইলগুলো যে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক থেকে আসছিল, সেটাও তারা বুঝতে পারেননি।
গত ৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্ক থেকে সুইফট মেসেজিং সিস্টেম ব্যবহার করে ৮ কোটি ১০ লাখ ডলার লোপাটের বিষয়টি একদিন পর টের পেয়েছিল বাংলাদেশ ব্যাংক।

সাপ্তাহিক ছুটির দুই দিন পর বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়ে ৮ ফেব্রুয়ারি ওই অর্থ ছাড় না করতে রিজল ব্যাংককে (আরসবিসি) জানানো হয়েছিল বলে থানায় করা বাংলাদেশ ব্যাংকের মামলায় বলা হয়েছে।

তবে ততক্ষণে অর্থ রিজল ব্যাংক থেকে বেরিয়ে যায় বলে ফিলিপিন্সের ব্যাংকটির দাবি। পরে ওই অর্থের অধিকাংশ ক্যাসিনোয় সাদা করে পাচার হয়ে যায় অন্য দেশে।

রিজল ব্যাংকের কর্মকর্তা এস্তাভিল্লো বাংলাদেশ ব্যাংককে দায়ী করলেও আত্মপক্ষ সমর্থনে তার এই যুক্তি ধোপে টেকে না বলে মনে করেন ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের (বিএসপি) সুইফট মেসেজিংয়ের দায়িত্বে থাকা কর্মকর্তা নেনিতা কাদাপান।

শুনানিতে তিনি বলেন, “অধিক গুরুত্বপূর্ণ ফরমেটে না থাকলেও বাংলাদেশ ব্যাংকের মেইলগুলো গুরুত্ব দিয়েই খোলা উচিত ছিল আরসিবিসির।

“ফ্রি ফরমেটের বার্তা পাঠানোই ছিল বাংলাদেশ ব্যাংকের জন্য ওই সময়ে সবচেয়ে ভালো উপায়, যা তারা করেছে…তার মানে এই নয় যে বাংলাদেশ ব্যাংকের বার্তাগুলো কম গুরুত্বপূর্ণ। (আরসিবিসির) চেক করা উচিত ছিল।”

আরসিবিসির সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আন্তঃলেনদেন না থাকায় বার্তা সুইফটের ‘জরুরি ক্যাটাগরির এমটি ফরমেটের’ বার্তা পাঠানো বাংলাদেশ থেকে সম্ভব ছিল না বলেও জানান ফিলিপিন্সের কেন্দ্রীয় ব্যাংকের এই কর্মকর্তা।

রিজল কমার্শিয়াল ব্যাংকের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখা, যার মাধ্যমে লেনদেন হয় বাংলাদেশের রিজার্ভের

রিজল কমার্শিয়াল ব্যাংকের মাকাতি শহরের জুপিটার স্ট্রিট শাখা, যার মাধ্যমে লেনদেন হয় বাংলাদেশের রিজার্ভের

এই ঘটনার তদন্তে থাকা ফিলিপিন্স সিনেট কমিটির চেয়ারম্যান ইতোপূর্বে বলেছিলেন, ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ নিউ ইয়র্কও অর্থ স্থানান্তর না করতে রিজল ব্যাংককে ৮ ফেব্রুয়ারি বার্তা পাঠিয়েছিল। কিন্তু ফিলিপিন্সের বেসরকারি ব্যাংকটি তাতে কর্ণপাত করেনি।

বিশ্বজুড়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মধ্যে অর্থ লেনদেনে সুইফট বা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন ব্যবহার করা হয়ে থাকে।

এই সুইফট সিস্টেমে জালিয়াতির মাধ্যমেই ভুয়া নির্দেশনা পাঠিয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভে গচ্ছিত অর্থ থেকে ৮১ মিলিয়ন ডলার রিজল ব্যাংকের মাকাতি সিটির জুপিটার স্ট্রিট শাখার চারটি অ্যাকাউন্টে পাঠানো হয়।

সিনেটে শুনানিতে রিজল ব্যাংকের এস্তাভিল্লো বলেন, ওই অ্যাকাউন্টগুলোর অর্থ লেনদেন বন্ধে ৯ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক থেকে প্রথমে তিনটি বার্তা আসে। তবে তা ‘অস্পষ্ট’ ও ‘অর্থপূর্ণ’ ছিল না।

তিনি বলেন, এই তিনটি বার্তা ছিল সুইফট মেসেজিং সিস্টেমে ফ্রি ফরমেট বা এমটি৯৯৯ কোডের ‘সাধারণ বার্তা’। তবে মাইকেল ফ্রান্সিসকো ক্রুজের অ্যাকাউন্টের লেনদেন বন্ধে পাঠানো চতুর্থ বার্তার নির্দেশনা অনেক ‘সরাসরি’ ছিল।

রিজল ব্যাংকের এই নারী কর্মকর্তার দাবি, বার্তাগুলো লেনদেন বন্ধ বা নাকচের জন্য ব্যবহার হওয়া ‘জরুরি ক্যাটাগরির এমটি ১৯২ কোডে’ পাঠানো হলে আরসিবিসি তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারত।

এস্তাভিল্লো জানান, তিন দিন ব্যাংক ছুটির পর ৯ ফেব্রুয়ারি আরসিবিসি সুইফট মেসেজিং সিস্টেমে মোট ৭৯০টি বার্তা জমেছিল, তার মধ্যে একটিও এমটি১৯২ ক্যাটাগরির বা জরুরি ছিল না। ফলে বাংলাদেশ ব্যাংকের ওই বার্তাগুলো তাদের কাছে অগ্রাধিকার পায়নি।

“আর আমরা জানতাম না যে তারা বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, আমরা তাদেরকে অন্যসব ব্যাংকের মতোই ভেবেছিলাম।”

শুনানিতে মাসেল এস্তাভিল্লো

শুনানিতে মাসেল এস্তাভিল্লো

যে চারটি অ্যাকাউন্টে অর্থ ঢুকেছিল, তার মধ্যে ১৯.৯৫ মিলিয়ন ঢোকে আলফ্রেড সান্তোস ভারজারার ব্যাংক হিসাবে।

ওই অ্যকাউন্টের লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংকের পাঠানো এমটি৯৯৯ কোডের একটি বার্তা রিজল ব্যাংকের সেটলমেন্ট বিভাগ ৯ ফেব্রুয়ারি স্থানীয় সময় ১১টা ২২মিনিটে খুলে পড়ে বলে শুনানিতে জানানো হয়।

ওই বার্তায় বলা হয়, “দয়া করে জেনে রাখুন এটা একটা সন্দেহপূর্ণ ট্রানজেকশন। আপনাদের অর্থ ছাড় (একাউন্ট থেকে) বন্ধের অনুরোধ করা হচ্ছে এবং এর মধ্যেই যদি তা হয়ে থাকে তাহলে যথাযথ তদন্তের জন্য এই অ্যাকাউন্টের সুবিধাভোগকারীর হিসাব স্থগিত রাখুন। আমরা মনে করি ট্রানজ্যাকশনটি মুদ্রা পাচার প্রতিরোধ আইনের লঙ্ঘন।”

তবে এই বার্তার তিন মিনিট আগে বেলা ১১টা ১৯ মিনিটে অ্যাকাউন্টের পুরো অর্থই একই শাখায় থাকা উইলিয়াম সো গো’র অ্যাকাউন্টে স্থানান্তর হয়ে গিয়েছিল বলে শুনানিতে জানান এস্তাভিল্লো।

অর্থ রিজল ব্যাংকের মাকাতি শাখায় প্রায় এক বছর আগে জালিয়াতির মাধ্যমে খোলা চারটি চার অ্যাকাউন্টে ঢুকেছিল। তারপর সরানো হয় ব্যবসায়ী গো’র নামে তৈরি খোলা পঞ্চম অ্যাকাউন্টটিতে। তবে এই অ্যাকাউন্টটির সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা ইতোমধ্যে অস্বীকার করেছেন গো।

এস্তাভিল্লো বলেন, বাংলাদেশ ব্যাংকের পাঠানো প্রায় একই রকম ভাষায় লেখা এনরিকো ‘থিয়োডোর ভাসকুয়েজ’র অ্যাকাউন্টের লেনদেন বন্ধের বার্তাটি তারা ১১টা ২৫ মিনিটে পড়েছিলেন এবং আগেরটির বার্তার মতো এটিও জুপিটার শাখায় পাঠানো হয়।

তবে তার এক মিনিট আগে বেলা ১১টা ২৪ মিনিটে ভাসকুয়েজের অ্যাকাউন্টে যাওয়া ২৫ মিলিয়ন ডলার থেকে ১৫.২১ মিলিয়ন ডলার অন্য একটি অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায় বলে জানান এস্তাভিলো।

আর বাকি ৯.২৬ মিলিয়ন ডলার বাংলাদেশের পাঠানো বার্তা পড়ার ৯ মিনিট পর বেলা ১১টা ৩৪ মিনিটে উইলিয়াম গোর কথিত অ্যাকাউন্টে ট্রান্সফার হয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)