শিরোনাম:
ঢাকা, রবিবার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » মুখ বন্ধ রাখতে খাশোগির সন্তানদের দেওয়া হচ্ছে লাখ লাখ ডলার: ওয়াশিংটন পোস্ট
প্রথম পাতা » বিশ্ব সংবাদ | ব্রেকিং নিউজ » মুখ বন্ধ রাখতে খাশোগির সন্তানদের দেওয়া হচ্ছে লাখ লাখ ডলার: ওয়াশিংটন পোস্ট
৩৫৯ বার পঠিত
মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুখ বন্ধ রাখতে খাশোগির সন্তানদের দেওয়া হচ্ছে লাখ লাখ ডলার: ওয়াশিংটন পোস্ট

পক্ষকাল ডেস্ক-

সৌদি সাংবাদিক জামাল খাশোগির সন্তানদের মুখ বন্ধ রাখতে বিপুল অংকের অর্থ ব্যয় করছে দেশটির রাজ পরিবার। এ খবর দিয়েছে ওয়াশিংটন পোস্ট। পত্রিকাটি লিখেছে, বাবার হত্যাকাণ্ডের বিষয়ে মুখ না খুলতে খাশোগির দুই ছেলে ও দুই মেয়েকে লাখ লাখ ডলার মূল্যের বাড়ি দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রতি মাসে হাজার হাজার ডলার দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যাকে সন্দেহ করা হচ্ছে সেই যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নির্দেশেই তাদের পেছনে অর্থ ব্যয় করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ওয়াশিংটন পোস্ট লিখেছে, জামাল খাশোগির সন্তানরা যাতে হত্যাকাণ্ড নিয়ে প্রকাশ্যে রাজ পরিবারের বিরুদ্ধে ভবিষ্যতেও আর কিছু না বলেন, অর্থের মাধ্যমে তা নিশ্চিত করতে চায় সৌদি সরকার। সৌদি আরবের নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তার বরাত দিয়ে পত্রিকাটি জানিয়েছে, খাশোগির প্রত্যেক সন্তানকে জেদ্দা শহরে যে বাড়ি দেওয়া হয়েছে সেটার মূল্য ৪০ লাখ ডলার। প্রতি মাসে তাদের প্রত্যেককে অন্তত ১০ হাজার ডলার করে দেওয়া হচ্ছে। এর বাইরেও বিশাল অংকের এককালীন অর্থও দেওয়া হতে পারে বলে সৌদি ওই কর্মকর্তা ধারণা করছেন।

জামাল খাশোগি গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেট ভবনে ঢোকার পর থেকে নিখোঁজ ছিলেন। প্রথমে অস্বীকার করলেও পরে আন্তর্জাতিক চাপের মুখে সৌদি আরব স্বীকার করে, খাশোগিকে কনস্যুলেট ভবনের ভেতরে হত্যা করা হয়েছে।

হত্যাকাণ্ডের সময়কার একটি রেকর্ডে দেখা যায়, খাশোগিকে হত্যার সময় গভীর ঘুমের ইনজেকশন দেওয়া হয়। পরে ব্যাগ চেপে ধরা হয়। খাসোগি চিৎকার করে সে সময় বলেছিলেন, ‘আমার দম বন্ধ হয়ে আসছে। আমার শ্বাসকষ্ট আছে। এটা করবেন না।’ এর কিছুক্ষণ পরেই তিনি মারা যান। ভোঁ ভোঁ শব্দ শোনা যায় ওই রেকর্ডে। বলা হচ্ছে পরে ইলেকট্রিক কোনও যন্ত্র দিয়ে খাশোগিকে টুকরো টুকরো করা হয়। তাকে হত্যার জন্য ১৫ সদস্যের একটি ঘাতক দল সেদিন সৌদি আরব থেকে তুরস্কের ইস্তাম্বুলে এসেছিল। তারাই তাকে হত্যা করে। হত্যার নির্দেশদাতা হিসেবে যুবরাজ মুহাম্মাদ বিন সালমানকে সন্দেহ করা হচ্ছে। কারণ খাশোগি যুবরাজের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে ওয়াশিংটন পোস্টে নিবন্ধ লিখেছিলেন।

এখনো পর্যন্ত খাশোগির মৃতদেহের কোনো সন্ধান পাওয়া যায়নি। সৌদি আরবও এ বিষয়ে কোনো তথ্য দেয়নি।



এ পাতার আরও খবর

কয়েক শত কৌটি টাকার মালিক রাজউক প্লানিং শাখার অফিস সহায়ক দেলোয়ার কি আইনের ঊর্ধ্বে? (পর্ব-২) কয়েক শত কৌটি টাকার মালিক রাজউক প্লানিং শাখার অফিস সহায়ক দেলোয়ার কি আইনের ঊর্ধ্বে? (পর্ব-২)
শেখ সেলিম ও শেখ পরশ’র বিশ্বস্ত সহযোগী আমির এখন নব্যজাতীয়তাবাদী চেতনার ধারক শেখ সেলিম ও শেখ পরশ’র বিশ্বস্ত সহযোগী আমির এখন নব্যজাতীয়তাবাদী চেতনার ধারক
শাহবাগে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ আন্দোলন: মুখোশের আড়ালে জঙ্গিবাদী উত্থান শাহবাগে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ করো’ আন্দোলন: মুখোশের আড়ালে জঙ্গিবাদী উত্থান
আবু তৈয়ব হাবিলদারের প্রতিবাদী কণ্ঠে: পালিয়ে যাওয়া লুটেরাদের বিরুদ্ধে জনতার জবাবদিহি আবু তৈয়ব হাবিলদারের প্রতিবাদী কণ্ঠে: পালিয়ে যাওয়া লুটেরাদের বিরুদ্ধে জনতার জবাবদিহি
সুদী বাটপার ইউনুস সুদের ব্যবসা বুঝো। রাষ্ট্র,জনগণ,বিপ্লব ও বিপ্লবীদের রক্ত বোঝো না আবুতৈয়ব হাবিলদার সুদী বাটপার ইউনুস সুদের ব্যবসা বুঝো। রাষ্ট্র,জনগণ,বিপ্লব ও বিপ্লবীদের রক্ত বোঝো না আবুতৈয়ব হাবিলদার
নুতন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি উস্কে দেবেঃ বাংলাদেশ জাসদ। নুতন সাইবার সুরক্ষা অধ্যাদেশ মুক্তিযুদ্ধের বিরোধী রাজনীতি উস্কে দেবেঃ বাংলাদেশ জাসদ।
সীমান্তে বাড়তি সতর্কতা, পুলিশকে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন সীমান্তে বাড়তি সতর্কতা, পুলিশকে প্রস্তুত থাকতে বলেছে প্রশাসন
বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ: সার্বভৌমত্বের প্রশ্নে বিপজ্জনক পদক্ষেপ বাংলাদেশের আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ: সার্বভৌমত্বের প্রশ্নে বিপজ্জনক পদক্ষেপ
পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান, ১২ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা পারমাণবিক যুদ্ধে জড়াতে পারে ভারত-পাকিস্তান, ১২ কোটি মানুষের মৃত্যুর শঙ্কা
ভারত-পাকিস্তান যু দ্ধ দেখে অনেকে বলতেছে, বাংলাদেশকে অ স্ত্র সমৃদ্ধ করেন ভারত-পাকিস্তান যু দ্ধ দেখে অনেকে বলতেছে, বাংলাদেশকে অ স্ত্র সমৃদ্ধ করেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)