আজ বুধবার দরপতন তালিকার শীর্ষে যে ১০ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক : আজ বুধবার (২৭ ফেব্রুয়ারি) দরপতন তালিকার শীর্ষে রয়েছে এমারেল্ড অয়েল। দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। তালিকায় তৃতীয় স্থানে ঝিল বাংলা সুগার মিলস, চতুর্থ প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, পঞ্চম শ্যামপুর সুগার মিলস, ষষ্ঠ সায়হাম টেক্স, সপ্তম স্থঅনে ইউনাইটেড ফিন্যান্স, অষ্টম স্থানে ভিএফএস থ্রেড, নবম নিটল ইন্স্যুরেন্স ও রুপালী ব্যাংক তালিকার ১০ স্থানে রয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে,আজ এমারেল্ড অয়েলের শেয়ার সর্বশেষ ১৬ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। আজ শেয়ারটির সর্বোচ্চ দর ছিল ১৬ টাকা ৭০ পয়সা। এদিন কোম্পানিটি ৪০৮ বারে ৮ লাখ ৬ হাজার ৩৮৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ৩২ লাখ ৩৯ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৯ টাকা ৩০ পয়সা দরে ও সর্বোচ্চ ১০ টাকা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ৩৪৬ বারে ৬ লাখ ৩১ হাজার ৭৩৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৯ লাখ ৬০ হাজার টাকা।
ঝিল বাংলা সুগার মিলস তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৬ শতাংশ বা ২ টাকা ৭০ পয়সা কমেছে। কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটি ১৬ বারে ২ হাজার ৩০৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৯১ হাজার টাকা।
তালিকার দশম স্থানে থাকা রুপালী ব্যাংকের শেয়ার সর্বশেষ ৩৯ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়েছে। এদিন শেয়ারটির সর্বোচ্চ দর ছিলো ৪১ টাকা ২০ পয়সা।





বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ইউনূসকে ট্রাম্পের হাতে হারিকেন ধরানো চিঠি
বাংলাদেশ নৌবাহিনী চট্টগ্রাম বন্দর – পরবর্তী ৬ মাসের জন্য পরিচালনা করবে
‘সরি টু সে’, আগের গভর্নররা সরকারের এজেন্ট হিসেবে কাজ করেছেন: অর্থ উপদেষ্টা
বাংলাদেশে খেলাপি ঋণের রেকর্ড বৃদ্ধি: ব্যাংক খাতে সংকট
কর ফাঁকিবাজ আবাসন ব্যবসায়ী বহুরূপী সাহেব আলী কি আইনের উর্ধ্বে
বিশ্বে দারিদ্র জয়ের আদর্শ বাংলাদেশ
ধনিরা কর দেয় না, কর দেয় গরীবেরা
শেয়ারবাজারে বিনিয়োগ বাড়াবে সরকারি ব্যাংক
আবারও দেড় হাজার কোটি টাকা উধাও ব্যাংক থেকে