শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
প্রথম পাতা » অপরাধ » প্রথম ব্লগারদের হত্যাকারী চাপাতিওলারা ধরা পড়ল
প্রথম পাতা » অপরাধ » প্রথম ব্লগারদের হত্যাকারী চাপাতিওলারা ধরা পড়ল
৩৯৫ বার পঠিত
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম ব্লগারদের হত্যাকারী চাপাতিওলারা ধরা পড়ল

---
পক্ষকাল প্রতিবেদ
কঃ
একের পর এক চাপাতি হামলায় নিহত হচ্ছেন  ব্লগাররা। ব্লগার আহমেদ রাজীব হায়দার ও অভিজিৎ রায়ের পর আজ সোমবার নিহত হলেনর নাস্তিক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু ওরফে ‘কুচ্ছিত হাঁসের ছানা’।

প্রতিবারই চটজলদি উপর্যুপরি চাপাতির কোপে টার্গেটকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর কয়েকদিন হৈচৈ হয়, পুলিশও বেশ তৎপর থাকে। কিছু দিন পর সব কিছুই আড়ালে চলে যায়। চাপাতিঅলাদের খবর আর জানা যায় না।

গত ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন ব্লগার অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীদের চাপাতির আঘাতেে আঙ্গুল হারান তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

এরপর এক মাস পেরিয়ে গেলেও অভিজিৎ হত্যার কুলকিনারা করতে পারেনি পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে এফবিআই টিম ছুটে আসলেও জানা যায়নি খুনীদের পরিচয়।

কিন্তু সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াশিকুরকে হত্যার ঘটনায় এই প্রথম হাতেনাতে আটক হল দুইজন চাপাতি হামলাকারী। স্থানীয় জনতাকে তাদের দৌঁড়ে ধরে ফেলে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বেগুনবাড়ী এলাকার নিজের বাসা থেকে বের হওয়ার সময় তিন দুর্বৃত্ত বাবুকে দক্ষিণ বেগুনবাড়ী বাজারের পাশের একটি গলিতে ধাওয়া করে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন বাবু। এলাকাবাসী দুজন দুর্বৃত্তকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। তারা হলো জিকরুল্লাহ (২০) ও আরিফুল ইসলাম (২৮)। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিকরুল্লাহ ও আরিফ পুলিশকে জানিয়েছে, আল্লাহ ও নবীর বিরুদ্ধে লেখালেখি করায় তারা ওয়াশিকুরকে হত্যা করেছে।

জিজ্ঞাসাবাদে জিকরুল্লাহ চট্টগ্রামের হাটহাজারি ও আরিফ মিরপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মিজানুর রহমান।

এদিকে ওয়াশিকুরের পরিচয় সম্পর্কে জানা গেছে, তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তার বাবার নাম টিপু সুলতান। তিনি বেগুনবাড়ি দিপিকার মোড় এলাকায় মেসে থাকতেন এবং মতিঝিলের ফারইস্ট এভিয়েশন ট্রাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওয়ািশিকর বাংলাভাষী জ্যেষ্ঠ ব্লগারদের একজন। প্রথম বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়ারইনব্লগ ডটনেটে ‘কুচ্ছিত হাঁসের ছানা’ ২০০৮ সালের পয়লা জানুয়ারি বিকালে নিকনামে ‘প্রথম পোস্ট আমার এটা’ শিরোনামের পোস্ট দিয়ে ব্লগিং শুরু করেন তিনি।

এরপর গত ৭ বছর ৩ মাসের ব্লগিং জীবনে ওয়াশিকুর মোাট ৭৩টি পোস্ট করেছেন। মন্তব্য করেছেন ৩৪৬১টি এবং মন্তব্য পেয়েছেন ১৩৪৮টি। তার ব্লগটি মোট ৩৮০৮৬ বার দেখা হয়েছে।

তবে ২০১৩ সালের ২৯ শে অক্টোবর রাত ৮:৫৬টায় ‘সুইডিশ ইন্সটিটিউট স্কলারশীপ নিয়ে সুইডেনে পড়তে আসবেন যেভাবে’ শিরোনামে সর্বশেষ পোস্ট লেখেন।

এদিকে ওয়াশিকুরের ফেসবুক আইডি ভিজিট করে দেখা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চাপাতি হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি বেশ সোচ্চার ছিলেন।

গত ২৮ মার্চ ওয়াশিকুর তার ফেসবুক আইডির ‘কভার ফটো’ নির্বাচন করেছেন এমন একটি ছবি যাতে লেখা আছে, ‘আই অ্যাম অভিজিৎ’। ছবিটিতে হ্যাশট্যাগ (#) দিয়ে লেখা হয়েছে ‘ওয়ার্ড ক্যান নট বি কিল্ড’।

ওই দিন রাত ৮টা ২০ মিনিটে সর্বশেষ ‘চেহারা খারাপ + সাধাসিধা = ভাইয়া’ লিখে একটি ফেসবুক স্ট্যাটাস দেন ওয়াশিকুর।

ওয়াশিকুর তার ফেসবুকে মোট ছয়টি নোট লিখেছেন। এর মধ্যে তিনটি নোটে ‘নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব সমগ্র’ শিরোনামে তিনি ধারাবাহিকভাবে নাস্তিকতার বিরোধী সমালোচনার জবাব দেন। ‘ধর্মানুভূতির স্তরসমূহ’ শিরোনামে একটি নোটে তিনি উপসংহার টানেন ‘আপনি যে স্তরেই থাকুন না কেন কারো না কারো ধর্মানুভূতিতে আঘাত করেছেন।’



এ পাতার আরও খবর

গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন গুমের বিচার নয়, গুমই এখন পুঁজি: ইউনুস সরকার ও কমিশনের মুখোশ উন্মোচন
সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ সাবেক এমপি শেখরের স্ত্রীর প্লট জব্দের আদেশ
চান্দাবাজি খুন ধর্ষন আহা বাংলাদেশ চান্দাবাজি খুন ধর্ষন আহা বাংলাদেশ
আসিফ তুমি এখন ইয়া নফছি ইয়া নফসি কর অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছো আসিফ তুমি এখন ইয়া নফছি ইয়া নফসি কর অপরাধের মাত্রা ছাড়িয়ে গিয়েছো
বাংলাদেশ আই সিটি ট্রাইব্যুনাল ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করল বাংলাদেশ আই সিটি ট্রাইব্যুনাল ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তার ওয়ারেন্ট জারি করল
কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়? কয়েক’শ কৌটি টাকার মালিক রাজউক অফিস সহায়ক দেলোয়ার’র খুঁটির জোর কোথায়?
হযরত শাহজালাল বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন, উপদেষ্টা দাবি ‘অনিচ্ছাকৃত ভুল’ হযরত শাহজালাল বিমানবন্দরে আসিফ মাহমুদের ব্যাগে গুলির ম্যাগাজিন, উপদেষ্টা দাবি ‘অনিচ্ছাকৃত ভুল’
মালয়েশিয়ায় ইসলামি জঙ্গিবাদে জড়িত ৩৬ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার মালয়েশিয়ায় ইসলামি জঙ্গিবাদে জড়িত ৩৬ বাংলাদেশি নাগরিক গ্রেপ্তার
ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি ইউরোপে “নতুন ন্যুরেমবার্গ”: পুতিনকে যুদ্ধাপরাধে বিচারের প্রস্তুতি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)