শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫, ১৯ ভাদ্র ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
প্রথম পাতা » অপরাধ » প্রথম ব্লগারদের হত্যাকারী চাপাতিওলারা ধরা পড়ল
প্রথম পাতা » অপরাধ » প্রথম ব্লগারদের হত্যাকারী চাপাতিওলারা ধরা পড়ল
৪০৮ বার পঠিত
মঙ্গলবার, ৩১ মার্চ ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রথম ব্লগারদের হত্যাকারী চাপাতিওলারা ধরা পড়ল

---
পক্ষকাল প্রতিবেদ
কঃ
একের পর এক চাপাতি হামলায় নিহত হচ্ছেন  ব্লগাররা। ব্লগার আহমেদ রাজীব হায়দার ও অভিজিৎ রায়ের পর আজ সোমবার নিহত হলেনর নাস্তিক ব্লগার ওয়াশিকুর রহমান বাবু ওরফে ‘কুচ্ছিত হাঁসের ছানা’।

প্রতিবারই চটজলদি উপর্যুপরি চাপাতির কোপে টার্গেটকে হত্যার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। এরপর কয়েকদিন হৈচৈ হয়, পুলিশও বেশ তৎপর থাকে। কিছু দিন পর সব কিছুই আড়ালে চলে যায়। চাপাতিঅলাদের খবর আর জানা যায় না।

গত ২৬ ফেব্রুয়ারি একুশে বইমেলার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড়ে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন ব্লগার অভিজিৎ রায়কে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হামলাকারীদের চাপাতির আঘাতেে আঙ্গুল হারান তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা।

এরপর এক মাস পেরিয়ে গেলেও অভিজিৎ হত্যার কুলকিনারা করতে পারেনি পুলিশ। যুক্তরাষ্ট্র থেকে এফবিআই টিম ছুটে আসলেও জানা যায়নি খুনীদের পরিচয়।

কিন্তু সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ওয়াশিকুরকে হত্যার ঘটনায় এই প্রথম হাতেনাতে আটক হল দুইজন চাপাতি হামলাকারী। স্থানীয় জনতাকে তাদের দৌঁড়ে ধরে ফেলে।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ বেগুনবাড়ী এলাকার নিজের বাসা থেকে বের হওয়ার সময় তিন দুর্বৃত্ত বাবুকে দক্ষিণ বেগুনবাড়ী বাজারের পাশের একটি গলিতে ধাওয়া করে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়েন বাবু। এলাকাবাসী দুজন দুর্বৃত্তকে পুলিশের কাছে ধরিয়ে দেয়। তারা হলো জিকরুল্লাহ (২০) ও আরিফুল ইসলাম (২৮)। এ ছাড়া ঘটনাস্থল থেকে তিনটি চাপাতিও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জিকরুল্লাহ ও আরিফ পুলিশকে জানিয়েছে, আল্লাহ ও নবীর বিরুদ্ধে লেখালেখি করায় তারা ওয়াশিকুরকে হত্যা করেছে।

জিজ্ঞাসাবাদে জিকরুল্লাহ চট্টগ্রামের হাটহাজারি ও আরিফ মিরপুরের দারুল উলুম মাদ্রাসার ছাত্র বলে নিজেদের পরিচয় দিয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে বলে জানান মিজানুর রহমান।

এদিকে ওয়াশিকুরের পরিচয় সম্পর্কে জানা গেছে, তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে। তার বাবার নাম টিপু সুলতান। তিনি বেগুনবাড়ি দিপিকার মোড় এলাকায় মেসে থাকতেন এবং মতিঝিলের ফারইস্ট এভিয়েশন ট্রাভেল এজেন্সিতে প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

ওয়ািশিকর বাংলাভাষী জ্যেষ্ঠ ব্লগারদের একজন। প্রথম বাংলা কমিউনিটি ব্লগ সামহোয়ারইনব্লগ ডটনেটে ‘কুচ্ছিত হাঁসের ছানা’ ২০০৮ সালের পয়লা জানুয়ারি বিকালে নিকনামে ‘প্রথম পোস্ট আমার এটা’ শিরোনামের পোস্ট দিয়ে ব্লগিং শুরু করেন তিনি।

এরপর গত ৭ বছর ৩ মাসের ব্লগিং জীবনে ওয়াশিকুর মোাট ৭৩টি পোস্ট করেছেন। মন্তব্য করেছেন ৩৪৬১টি এবং মন্তব্য পেয়েছেন ১৩৪৮টি। তার ব্লগটি মোট ৩৮০৮৬ বার দেখা হয়েছে।

তবে ২০১৩ সালের ২৯ শে অক্টোবর রাত ৮:৫৬টায় ‘সুইডিশ ইন্সটিটিউট স্কলারশীপ নিয়ে সুইডেনে পড়তে আসবেন যেভাবে’ শিরোনামে সর্বশেষ পোস্ট লেখেন।

এদিকে ওয়াশিকুরের ফেসবুক আইডি ভিজিট করে দেখা যায়, গত ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চাপাতি হামলায় নিহত বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের বিরুদ্ধে তিনি বেশ সোচ্চার ছিলেন।

গত ২৮ মার্চ ওয়াশিকুর তার ফেসবুক আইডির ‘কভার ফটো’ নির্বাচন করেছেন এমন একটি ছবি যাতে লেখা আছে, ‘আই অ্যাম অভিজিৎ’। ছবিটিতে হ্যাশট্যাগ (#) দিয়ে লেখা হয়েছে ‘ওয়ার্ড ক্যান নট বি কিল্ড’।

ওই দিন রাত ৮টা ২০ মিনিটে সর্বশেষ ‘চেহারা খারাপ + সাধাসিধা = ভাইয়া’ লিখে একটি ফেসবুক স্ট্যাটাস দেন ওয়াশিকুর।

ওয়াশিকুর তার ফেসবুকে মোট ছয়টি নোট লিখেছেন। এর মধ্যে তিনটি নোটে ‘নাস্তিকদের কটূক্তির বিরুদ্ধে দাঁত ভাঙা জবাব সমগ্র’ শিরোনামে তিনি ধারাবাহিকভাবে নাস্তিকতার বিরোধী সমালোচনার জবাব দেন। ‘ধর্মানুভূতির স্তরসমূহ’ শিরোনামে একটি নোটে তিনি উপসংহার টানেন ‘আপনি যে স্তরেই থাকুন না কেন কারো না কারো ধর্মানুভূতিতে আঘাত করেছেন।’



এ পাতার আরও খবর

ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন ডাকসুর নারী প্রার্থীকে গণধর্ষণের হুমকি, অভিযুক্ত শিবির নেতা আলী হোসেন
কুড়িগ্রামের সাংবাদিক রিগানকে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ কুড়িগ্রামের সাংবাদিক রিগানকে নির্যাতন: সাবেক ডিসি সুলতানা পারভীনকে জেল হাজতে প্রেরণ
বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে? বিআইডব্লিউটিএ’র দুর্নীতিবাজ পরিচালক শাজাহান কি আইনের ঊর্ধ্বে?
মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী মালয়েশিয়ায় অর্থপাচারের মাস্টার মাইন্ড কুখ্যাত নূর আলী
গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ: চাঁদাবাজি, দখলবাজি ও মব সংস্কৃতির পুনরুত্থান-ড. কামাল হোসেন গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশ: চাঁদাবাজি, দখলবাজি ও মব সংস্কৃতির পুনরুত্থান-ড. কামাল হোসেন
থেমে নেই প্রধান প্রকৌশলী (মেরিন)আতাহার’র কমিশন বাণিজ্য থেমে নেই প্রধান প্রকৌশলী (মেরিন)আতাহার’র কমিশন বাণিজ্য
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দলের বৈঠক: কূটনীতি না কি গোপন রাজনৈতিক সমন্বয়? পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তিন দলের বৈঠক: কূটনীতি না কি গোপন রাজনৈতিক সমন্বয়?
২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর ২১ আগস্ট গ্রেনেড হামলা: খালাসের বিরুদ্ধে আপিলের রায় ৪ সেপ্টেম্বর
বিশ্লেষণ প্রতিবেদন পাকিস্তানি সংবাদপত্রে ‘পূর্ব পাকিস্তান’ পুনরুদ্ধারের দাবি: বিশ্লেষণ প্রতিবেদন পাকিস্তানি সংবাদপত্রে ‘পূর্ব পাকিস্তান’ পুনরুদ্ধারের দাবি:
জামিন, গ্রেফতার ও প্রশাসনিক পক্ষপাতিত্ব নিয়ে উত্তাল রাজনীতি — পদত্যাগ দাবি চার শীর্ষ কর্মকর্তার জামিন, গ্রেফতার ও প্রশাসনিক পক্ষপাতিত্ব নিয়ে উত্তাল রাজনীতি — পদত্যাগ দাবি চার শীর্ষ কর্মকর্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)