
শনিবার, ২৬ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নীলফামারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কথিত সাংবাদিক স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা
নীলফামারীতে ভুয়া নিয়োগপত্র দিয়ে ২৮ লাখ টাকা আত্মসাৎ: কথিত সাংবাদিক স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা
রংপুর প্রতিনিধিঃ
নীলফামারীর ডিমলা উপজেলার এক স্কুল শিক্ষক দিলীপ কুমার রায়ের কাছ থেকে ভুয়া সরকারি চাকরির আশ্বাস দিয়ে ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে কথিত সাংবাদিক স্বপ্না আক্তার স্বর্ণালি শাহের বিরুদ্ধে। তিনি নিজেকে “নীলফামারী রিপোর্টার্স ইউনিটি”-র সভাপতি পরিচয় দিয়ে দীর্ঘ সময় ধরে প্রতারণা চালিয়ে গেছেন বলে অভিযোগ।
২০২১ থেকে ২০২২ সালের মধ্যে তিন দফায় দিলীপ রায় তার দুই মেয়ের চাকরির আশায় স্বপ্নাকে এই অর্থ প্রদান করেন। প্রতিটি লেনদেন নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ ছিল, যেখানে স্বপ্নার স্বাক্ষরও রয়েছে। পরে দিলীপকে দেওয়া হয় দুটি ভুয়া নিয়োগপত্র-একটি পাসপোর্ট অধিদপ্তর এবং অন্যটি রংপুর জেলা জজ কোর্টের নামে।
চাকরির যোগদানের সময় পার হয়ে যাওয়ার পরও কোনো অগ্রগতি না দেখে দিলীপ প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। টাকা ফেরত চাইলে স্বপ্না বিষয়টি এড়িয়ে যান এবং শেষ পর্যন্ত টাকা নেওয়ার কথাও অস্বীকার করেন।
২০২৪ সালের অক্টোবরে দিলীপ রায় আদালতে মামলা দায়ের করেন। মামলার তদন্তে গোয়েন্দা পুলিশ অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে এবং ২০২৫ সালের মে মাসে প্রতিবেদন জমা দিয়েছে।
এদিকে, স্বপ্নার বিরুদ্ধে স্থানীয়ভাবে আরও চাঁদাবাজি ও অপ-সাংবাদিকতার অভিযোগ উঠেছে। লক্ষীচাপ ইউনিয়নের বাসিন্দারা গত জুলাইয়ে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন।
জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানিয়েছেন, অভিযোগের প্রমাণ পেলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।