
সোমবার, ২৩ জুন ২০২৫
প্রথম পাতা » অপরাধ » দুর্নীতির মাধ্যমে অর্জিত গাড়ি বাড়ি সকল সম্পদ আমার স্ত্রীর নামেঃ এডি আওয়াল
দুর্নীতির মাধ্যমে অর্জিত গাড়ি বাড়ি সকল সম্পদ আমার স্ত্রীর নামেঃ এডি আওয়াল
বিশেষ প্রতিনিধিঃ
* বসুন্ধরা আবাসিক এলাকায় কয়েক কোটি টাকা মূল্যের ফ্ল্যাট।
* নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় বহুতল ভবন।
* স্ত্রী ও নিজের ব্যক্তিগত গাড়ি
* বিভিন্ন ব্যাংকের নামে বেনামে কাড়ি কাড়ি টাকা এফডিআর ও সঞ্চয়পত্র।
*
পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কারণে,দেশের সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি মরণব্যাধি ক্যান্সার এর রূপ ধারণ করেছিল।বিগত সরকারের সময়ে জন্ম নেওয়া মহা দুর্নীতিবাজ মন্ত্রী,এমপি,আমলা,শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা সালমান এফ রহমান,ব্যাংক কেলেঙ্কারির হোতা এস আলম গ্রুপ এর মালিক শামসুল আলম,ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান,বন খেকো মোশারফ,বিসিএস প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির হোতা আবেদ আলী,পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ,সিআইডি সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া গংদের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি একে একে গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসার পর এইবার বেরিয়ে আসলো বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এডি আব্দুল আউয়াল’র নজিরবিহীন অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের ফিরিস্তি। দীর্ঘ অনুসন্ধানে পাওয়া বিআরটিএ’র এডি আব্দুল আউয়াল তার চাকরি জীবনে নজিরবিহীন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের চুম্বক অংশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়’র উপদেষ্টা বিআরটিএ চেয়ারম্যান,দুর্নীতি দমন কমিশন ও পাঠকদের মাঝে তুলে ধরা হলো। এডি আব্দুল আউয়াল তার নজিরবিহীন অনিয়ম-দূর্নীতির টাকায় রাজধানী ঢাকার আভিজাত্য এলাকা খ্যাত বসুন্ধরা আবাসিক এলাকায় রয়েছে কয়েক কোটি টাকা মূল্যের আলিশান ফ্ল্যাট।রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২ নং ওয়ার্ড মিজমিজি পশ্চিম কান্দাপাড়া এলাকায় মোঃ আঃ হাসিম ভিলা নামে সাড়ে সাত তলা সুসজ্জিত অট্টালিকা। (বাড়ী নাম্বার প্রয়োজনে প্রকাশিত করা হবে)। অনুসন্ধানে আরো জানা যায় এডি আব্দুল আউয়াল চাকরি জীবনে ইন্সপেক্টর পদে থাকা অবস্থায় ঢাকা সিলেট সহ বিভিন্ন জেলায় দায়িত্ব পালনকালে স্ব স্ব এলাকায় অনিয়ম ও দুর্নীতির জন্য গড়ে তোলেন সুবিশাল সিন্ডিকেট,ওই সকল সিন্ডিকেটের মাধ্যমে সরকারি চাকরির বিনিমালার সাথে সাংঘর্ষিক নজিরবিহীন ঘুষ অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেন কাড়ি কাড়ি টাকা। অনুসন্ধানে আরো জানা যায় এডি আউয়াল অনিয়ম দুর্নীতির টাকায় গ্রামের বাড়ি নরসিংদী জেলায় নামে বেনাম বিঘায় বিঘায় কয়েক কোটি টাকার সম্পত্তি ক্রয় করেন।এছাড়াও বিগত কয়েক মাস আগে নিজের অনিয়ম-দূর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদ ধামাচাপা দেওয়ার জন্য নারায়ণগঞ্জ জেলায় আরেকটি বাড়ি বিক্রি করেন।কিন্তু বাংলা একটা প্রবাদ আছে অপরাধী শত চেষ্টা করেও তার অপরাধের চিহ্ন নিশ্চিহ্ন করতে পারে না এডি আউয়াল ও চেষ্টা করেছিলেন নিজের অনিয়ম-দূর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় গড়ে তোলা আলিশান বাড়ি কয়েক কোটি টাকায় গোপনে বিক্রি করে নিজেকে ধোয়া তুলসী পাতা হিসেবে উপস্থাপন করবেন সমাজের কাছে রাষ্ট্রের কাছে কিন্তু বিধি বাম।বিআরটিএ’র এডি আউয়াল নিজের ও প্রিয়তমা স্ত্রীর ব্যবহারের জন্য রয়েছে ব্যক্তিগত দামি গাড়ি অনুসন্ধানে আরো জানা যায় এডি আব্দুল আউয়াল চাকরি জীবনে নজিরবিহীন অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ সরকারি বেসরকারি বিভিন্ন ব্যাংকে প্রিয়তমা স্ত্রী সন্তান ও আত্মীয়-স্বজনের নামে বেনামে কাড়ি কাড়ি টাকা এফডিআর সঞ্চয়পত্র রয়েছে।পরবর্তীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এডি পদে চাকরিরত মহা দুর্নীতিবাজ আব্দুল আউয়াল এর মুঠোফোনে খুদেবার্তার মাধ্যমে তার নজিরবিহীন অনিয়ম-দূর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের জানতে চাওয়া হলে তিনি স্বশরীরে উপস্থিত হয়ে প্রতিবেদকের সাথে সাক্ষাৎ করে বলেন সাংবাদিক ভাই চাকরি জীবনে আমার অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সকল সম্পদ গাড়ি বাড়ি সকল কিছু আমার প্রিয় স্ত্রীর নামে। তিনি আরও বলেন আপনি আমার অনিয়ম দূর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের বিবরণীর সংবাদ প্রকাশিত হলে মান-সম্মান থাকবে না তার চেয়ে ভালো আপনি আমাকে একটা ধারণা দেন! মহা দুর্নীতিবাজ বিআরটিএ’র এডি আব্দুল আউয়াল’র এমন নেক্কার জনক বক্তব্যে প্রতিবেদক আউয়াল’র কাছে প্রশ্ন রাখেন আপনার অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের আংশিক ধারণা দেওয়া হয়েছে আর কি ধারণা জানতে চান?প্রতিবেদকের এমন প্রশ্নে কোন উত্তর না দিয়ে তিনি বারংবার অনুরোধ করেন তার অনিয়ম দুর্নীতির সংবাদটি প্রকাশিত না কারার জন্য অনুরোধ করতে থাকেন। প্রশ্ন জাগে বিআরটিএ’র এডি পদে চাকরিরত একজন স্ব-স্বীকৃত দুর্নীতিবাজ’র এমন দাম্ভিকতা সরকারি চাকরি বিধিমালার সাথে সাংঘর্ষিক নয় কি? এহেন দুর্নীতিবাজ দেশ ও জাতির শত্রু।
বিআরটিএ এডি আব্দুল আউয়াল’র অনিয়ম দুর্নীতি ও দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পদের অনুসন্ধান চলমান,,,,