শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

Daily Pokkhokal
শুক্রবার, ২ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » আওয়ামী দোসর দুর্নীতির বরপুত্র রাজউক চতুর্থ শ্রেণীর কর্মচারী জাফর সাদেক’র খুটির জোর কোথায়? (পর্ব ১)
প্রথম পাতা » অপরাধ | অর্থনীতি » আওয়ামী দোসর দুর্নীতির বরপুত্র রাজউক চতুর্থ শ্রেণীর কর্মচারী জাফর সাদেক’র খুটির জোর কোথায়? (পর্ব ১)
৬৯ বার পঠিত
শুক্রবার, ২ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আওয়ামী দোসর দুর্নীতির বরপুত্র রাজউক চতুর্থ শ্রেণীর কর্মচারী জাফর সাদেক’র খুটির জোর কোথায়? (পর্ব ১)

---

আওয়ামী দোসর দুর্নীতির বরপুত্র রাজউক চতুর্থ শ্রেণীর কর্মচারী জাফর সাদেক’র খুটির জোর কোথায়? (পর্ব ১)

এম.ডি.এন.মাইকেলঃ

* রাজউক ৪র্থ শ্রেণির কর্মচারী মো. জাফর সাদিকের তিন স্ত্রী থাকেন তিন বাড়িতে।

* রাজধানীতে ৮ তলা বাড়ি ও ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার সন্ধান পেয়েছে দুদক।

* স্ত্রীর নামে শান্তিনগরের মেহমান টাওয়ারে ফ্ল্যাট রয়েছে।

* নামিদামি ব্রান্ডের গাড়ি ব্যবহার করে জাফরের  তিন স্ত্রী।

* বিএনপি নেতাদের ম্যানেজ করে শ্রমিক দলের পদ পদবি বাগিয়ে নেওয়ার চেষ্টারত জাফর।

বিগত সরকারের আমলে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কারণে,দেশের সরকারি,আধা সরকারি,স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোতে দুর্নীতি মরণব্যাধি ক্যান্সার এর রূপ ধারণ করেছিল।বিগত সরকারের সময়ে জন্ম নেওয়া মহা দুর্নীতিবাজ মন্ত্রী,এমপি,আমলা,শেয়ার বাজার কেলেঙ্কারির মূল হোতা সালমান এফ রহমান,ব্যাংক কেলেঙ্কারির হোতা এস আলম গ্রুপ এর মালিক শামসুল আলম,ছাগল কাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক কর্মকর্তা মতিউর রহমান,বন খেকো মোশারফ,বিসিএস প্রশ্ন ফাঁস কেলেঙ্কারির হোতা আবেদ আলী,পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ,সিআইডি সাবেক প্রধান মোহাম্মদ আলী মিয়া গংদের অনিয়ম দুর্নীতির ফিরিস্তি একে একে গণমাধ্যমে প্রকাশিত হয়ে আসার পর এইবার বেরিয়ে আসলো দুর্নীতির বরপত্র রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চতুর্থ শ্রেণীর কর্মচারী জাফর সাদেক এর নাম।

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর ৪র্থ শ্রেণির কর্মচারী মো. জাফর সাদিক। রাজউকের কর্মকর্তা-কর্মচারীরা তাকে পীর সাহেব বলে ডাকেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে জাফর সাদিক একাধিকবার বঙ্গবন্ধুর মাজারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপনের মধ্য দিয়ে রাজনীতি শুরু করেন। কুমিল্লা লাঙ্গলকোর্ট এলাকার সামান্য কৃষকের ছেলে জাফর সাদিক এখন চলাফেরা করেন ৩টি প্রডো গাড়িতে, ২টি বিএম ডাব্লিউ গাড়ি। এছাড়া তিন স্ত্রীর নামে রয়েছে কমপক্ষে ১০টির বেশি ফ্ল্যাট, বনশ্রী আবাসিক এলাকার রয়েছে ১০ তলা ভবনের ২টি বাড়ি, গাজী ভবনের ২য় তলায় রয়েছে ৪টি দোকান, জাফর সাদিকের বর্তমান সম্পদের পরিমাণ আনুমানিক ২ হাজার কোটি টাকারও বেশি।

গত ৫ আগস্টের আগে জাফর সাদিক ফ্যাসিস্টদের সাথে সম্মিলিতভাবে ছাত্র-জনতার উপর গুলি ও হামলা চালান। ঢাকার পল্টনে ছাত্র-জনতার উপর নির্বিচারে গুলি চালান জাফর সাদিক ও তার দোসরা। জুলাই আগস্টে মতিঝিল এলাকায় শ্রমিক লীগের যত কর্মসূচি ছিল সবগুলোর অর্থ যোগানদাতা জাফর সাদিক। ৫ আগস্টের পর চরিত্র পাল্টিয়ে এখন ঢাকা মহানগর শ্রমিক দলের পদ-পদবি পাওয়ার জন্য ইতোমধ্যে বিএনপির কেন্দ্রীয় নেতাদের খুশি করার চেষ্টা করছেন। জাফর সাদিক তার অবৈধ সম্পদ হাসিল করার জন্য এখন বিএনপির নেতাদের সাথে যোগাযোগ রাখার চেষ্টা করছেন। রাজউক সূত্রে জানা গেছে, জাফর সাদিক তার পদ অফিস সহকারী কাম টাইপিস্ট। সরকারি বিধিমোতাবেক তিনি ৪র্থ শ্রেণির কর্মচারী। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঢাকা মহানগর শ্রমিক লীগের নেতা হওয়ার জন্য কয়েক কোটি টাকা খরচ করেছেন। প্রায় ২ হাজার কোটি টাকার মালিক জাফর ওয়াজেদকে বিগত সরকারের আমলে ডিবি প্রধান হারুন অর রশিদ তাকে ধরে নিয়ে তিন দিন রাখার পর ১০ কোটি টাকা নগদে দিয়ে ছাড়া পান। তিনি সে সময়ে ডিবি অফিসে মুচলেকা দিয়ে আসেন যে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সারা জীবন জড়িত থাকবেন। যার কারণে আওয়ামী লীগের আমলে জাফর সাদিক ঢাকা মহানগর শ্রমিক লীগ গঠন করে অবৈধভাবে হাজার হাজার কোটি টাকার অবৈধ সম্পদ গড়েছেন।

জাফর সাদিকের বর্তমান তিন স্ত্রী নিজ বাড়ি ও ফ্ল্যাটে বসবাস করেন। রাজউকের চেয়ারম্যান ও মেম্বারদের যে সব গাড়ি ব্যবহার করেন। তার চেয়ে বেশি দামের গাড়ি ব্যবহার করেন জাফর সাদিকের তিন স্ত্রী। রাজউকের এই পীর সাহেবকে সবাই সমীহ করে চলেন। কারণ তার প্রচুর অবৈধ টাকা আছে। যার কারণে তিনি সবাইকে ম্যানেজ করতে পারেন। বর্তমান রাজউকের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম আসার পরই তাকে বিভিন্নভাবে তিনি ম্যানেজ করেছেন।

এই দুর্নীতিবাজ কর্মকর্তার অপসারণ চান রাজউক কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

রাজউকের পূর্বাচল এস্টেট-২ শাখার পরিচালকের অফিস সহকারী জাফর সাদেক ও তার নামে ৮তলা বাড়ি। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) এক কর্মচারীর নামে রাজধানীতে আটতলা বাড়ি ও ফ্ল্যাটসহ কোটি কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজউকের অফিস সহকারী জাফর সাদেক ঘুষ-দুর্নীতির মাধ্যমে এসব সম্পদ গড়েছেন বলে প্রাথমিক অনুসন্ধানে প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুদক। রাজউকের পূর্বাচল এস্টেট-২ শাখার পরিচালকের অফিস সহকারী জাফর সাদেক। ১৬ বছর ধরে এই পদে চাকরি করছেন তিনি। সর্বসাকুল্যে তার বেতন ৪০ হাজার টাকা। তবে আফতাবনগর আবাসিক এলাকার ডি ব্লকের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের ২৯ নম্বরে নূর আহমেদ ভিলা নামে আটতলা বাড়িটি তার। এ ছাড়া তার স্ত্রীর নামে নগরীর শান্তিনগরের মেহমান টাওয়ারে ১ হাজার ৬শ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে। তিনি অবৈধভাবে রাজউকের প্লট বিক্রি, নকশা পাস ও অনুমোদন করিয়ে এই অঢেল সম্পদ গড়েছেন বলে অভিযোগ রয়েছে। গত মঙ্গলবার আফতাবনগর ও শান্তিনগরে বিশেষ অভিযান চালায় দুদকের একটি দল। সহকারী পরিচালক নেয়ামুল আহসান গাজীর নেতৃত্বাধীন দলটির সরেজমিন অভিযানেও রাজউক কর্মচারীর নামে ওইসব সম্পদ থাকার প্রমাণ মিলেছে। তবে দুদক কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আগেই কর্মস্থল থেকে পালিয়ে যান জাফর সাদেক। দুদক উপপরিচালক (জনসংযোগ) মুহাম্মদ আরিফ সাদেক বলেন, দুদকের অভিযান টিম অভিযোগ সংশ্লিষ্ট জাফর সাদেককে তার কর্মস্থলে পায়নি। এমনকি তার সহকর্মীরাও এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি। এরপর দুদক টিম তার অবৈধ সম্পদের সন্ধানে আফতাবনগর ও শান্তিনগরে যায়। সেসব স্থানে তার সম্পদের অস্তিত্ব থাকার প্রাথমিক সত্যতা পেয়েছে। এ ছাড়া ওইসব এলাকার স্থানীয় লোকদের সঙ্গে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি সম্পদশালী বলে দুদক টিমের কাছে প্রতীয়মান হয়েছে। এ বিষয়ে অভিযান দল কমিশনের বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে। জাফর সাদেক ২০১৫ সালে আফতাবনগরে ৭২ লাখ টাকায় ওই প্লটটি কিনেছিলেন। এরপর ২০২০ সালে দেড় কোটি টাকা ব্যয় করে আটতলা বাড়িটি নির্মাণ করেন। এ ছাড়াও নয়াপল্টনের গাজী শপিং কমপ্লেক্সে তার নামে দোকান থাকারও অভিযোগ রয়েছে।

এই সকল বিষয়ে জানতে জাফর সাদিকের সাথে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

লক্ষ্মীছড়িতে ধর্ষণ করে ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার লক্ষ্মীছড়িতে ধর্ষণ করে ভিডিও ধারণ, দুই যুবক গ্রেপ্তার
চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ চালককে মারধরের প্রতিবাদে দিঘীনালা-মারিশ্যা সড়কে যান চলাচল বন্ধ
কয়েক শত কৌটি টাকার মালিক রাজউক প্লানিং শাখার অফিস সহায়ক দেলোয়ার কি আইনের ঊর্ধ্বে? পর্ব-১ কয়েক শত কৌটি টাকার মালিক রাজউক প্লানিং শাখার অফিস সহায়ক দেলোয়ার কি আইনের ঊর্ধ্বে? পর্ব-১
রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ৮ মে
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী সন্ত্রাসী সৌরভ এখন ঢাকায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলাকারী সন্ত্রাসী সৌরভ এখন ঢাকায়
শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়? শিল্পের গলায় শিকল, ন্যায়বিচার কি এখনো চরিত্রভিত্তিক নির্বাচিত হয়?
উপদেষ্টা ফেরেস্তা ঃ আরেক উপদেষ্টার পিএসকে সরিয়ে দেওয়া হলো উপদেষ্টা ফেরেস্তা ঃ আরেক উপদেষ্টার পিএসকে সরিয়ে দেওয়া হলো
“” “”"দুদক’র দৃষ্টি আকর্ষণ”"” বিআইডব্লিউটিএ’র মহা দুর্নীতিবাজ কবির হোসেনকে রক্ষায় দুর্নীতিবাজ ঠিকাদার সেলিম গংদের আবির্ভাব
বিআরটিএ ইকুরিয়াস্থ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নিয়ন্ত্রক নৈশ প্রহরী শামিম গুলজার বিআরটিএ ইকুরিয়াস্থ ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার নিয়ন্ত্রক নৈশ প্রহরী শামিম গুলজার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)