শিরোনাম:
ঢাকা, শনিবার, ৮ নভেম্বর ২০২৫, ২৪ কার্তিক ১৪৩২

Daily Pokkhokal
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলায় আতঙ্ক
প্রথম পাতা » ব্রেকিং নিউজ | রাজনীতি » ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলায় আতঙ্ক
৪০৫ বার পঠিত
মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইরাকের মার্কিন দূতাবাসে পরপর ৩টি রকেট হামলায় আতঙ্ক

পক্ষকাল ডেস্ক সংবাদ----

ইরাকের রাজধানী বাগদাদের সরকারি ও বিদেশি দূতাবাস ভবন অধ্যুষিত গ্রিন জোনে আবারও রকেট হামলা হয়েছে। মঙ্গলবার সকালে আঘাত হানা তিনটি কাতিয়ুশা রকেটের দুটি বিস্ফোরিত হয় মার্কিন দূতাবাসের কাছে। হামলার পর পুরো গ্রিন জোন জুড়ে সতর্ক সংকেত বেজে ওঠে। তবে এতে ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি। ইরাকি পুলিশ সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বাগদাদের বাইরের জাফারানিয়া জেলা থেকে এসব রকেট ছোড়া হয়েছে।

টাইগ্রিস নদী থেকে তোলা বাগদাদের গ্রিন জোনের সাধারণ চিত্র

গত ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হামলায় ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি নিহত হওয়ার পর বাগদাদে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে বেশ কয়েক দফায় রকেট হামলা হয়েছে। এসব হামলার জন্য ইরান সমর্থিত আধাসামরিক বাহিনীগুলোকে দায়ী করেছে ওয়াশিংটন। তবে কেউ এসব হামলার দায় স্বীকার করেনি।

এদিকে সোলাইমানি হত্যাকাণ্ডের পর ইরাকে নতুন করে শুরু হওয়া সরকারবিরোধী বিক্ষোভ সহিংস হয়ে উঠছে। সোমবার ওই বিক্ষোভে বিভিন্ন শহরে অন্তত পাঁচ জন নিহত হয়েছে। বিক্ষোভকারীরা ইরান ও ওয়াশিংটনের প্রভাবমুক্ত সরকার গঠনের জন্য রাজনৈতিক সংস্কারের দাবি তুলেছে।

রাজনৈতিক সংস্কার কাজে গতি আনতে ইরাকের রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটিতে নিযুক্ত জাতিসংঘ দূত। একই সঙ্গে বিক্ষোভকারীদেরও শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি। এক বিবৃতিতে জাতিসংঘ দূত জেনিন হেন্নিস প্লাসচায়ের্ট বলেন, ‘মানুষের উদ্বেগ নিরসনে এখন পর্যন্ত যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তা শেষ করা না হলে ব্যর্থতায় পর্যবসিত হবে। শান্তিপূর্ণ বিক্ষোভের সহিংস দমন অসহনীয় আর যেকোনও মূল্যে তা এড়াতে হবে’।

প্রসঙ্গত, কর্মসংস্থানের সংকট, নিম্নমানের সরকারি পরিষেবা এবং দুর্নীতির অভিযোগ তুলে গত বছরের সেপ্টেম্বর থেকে বাগদাদের রাজপথে নামে কয়েক হাজার বিক্ষোভকারী। নির্দিষ্ট কোনও রাজনৈতিক দলের অনুসারী না হয়েও রাষ্ট্রীয় কার্যক্রমে অনিয়ম ও ইরাকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে আওয়াজ তোলে আন্দোলনকারীরা। নিরাপত্তা বাহিনী টিয়ার গ্যাস ও গুলি চালিয়ে তাদের ওপর চড়াও হলে এই বিক্ষোভ আরও জোরালো হয়ে ওঠে, ছড়িয়ে পড়ে বিভিন্ন শহরে। ডিসেম্বরের শুরুতে দেশটির আধাসরকারি মানবাধিকার কমিশন জানায় এসব বিক্ষোভে ৪৬০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৭ হাজার। বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে বিক্ষোভকারীদের ওপর সরকারি বাহিনীর মাত্রাতিরিক্ত বল প্রয়োগ ও গুলিবর্ষণের ফলে। কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড ঘিরে বিক্ষোভ কিছুটা স্তিমিত হয়ে এলেও নতুন করে তা আবারও দানা বেঁধে উঠেছে।



এ পাতার আরও খবর

হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন হাসিনা ফ্যাসিস্ট নন, বরং প্রতিশ্রুতিতে ব্যর্থ গণতান্ত্রিক শাসক” — তসলিমা নাসরীন
আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে? আত্মস্বীকৃত দুর্নীতিবাজ তিতাস গ্যাস পিয়ন হেলাল কি আইনের ঊর্ধ্বে?
বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প বালাগঞ্জ-গহরপুরে রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের স্বপ্নের মেগা প্রকল্প
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ বেতন-বোনাস’র টাকায় তিতাস গ্যাস পিয়ন হেলাল’র কয়েক কোটি টাকার সম্পদ
“সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু “সাম্রাজ্যবাদের পুতুল নয়, প্রকৃত জনগণের সরকার চাই”-বামপন্থী নেতা মোশরেফা মিশু
ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জরিপ এলাকা গরীব” জরিপ এলাকা গরীব”" সিদ্ধিরগঞ্জে বিডিএস জরিপ’র রেকর্ড হস্তান্তরে সার্ভেয়ার হাফিজ-মারুফ গংদের ঘূষ বাণিজ্য রুখবে কে?
খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি খাগড়াছড়িতে সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি
বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী বিএনপি নেতা হাবিবুল্লাহ রানার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে অতিষ্ঠ দীঘিনালা উপজেলাবাসী

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)