গাড়ির জন্য নতুন অ্যান্ড্রয়েড প্রযুক্তি
![]()
পক্ষকাল ডেস্ক
এবার গাড়িতে ব্যবহারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন একটি সংস্করণ তৈরি করছে গুগল। অ্যান্ড্রয়েড হচ্ছে জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম। বর্তমানে অপারেটিং সিস্টেমের বাজারের ৮৩ শতাংশেরও বেশি দখল করে রেখেছে অ্যান্ড্রয়েড।
অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণটি সরাসরি গাড়িতে ব্যবহার করা যাবে। এতে চালক গাড়িতেই ইন্টারনেটের সব সুবিধা পাবেন এবং তাঁকে আলাদা করে গাড়ির সঙ্গে স্মার্টফোন প্লাগ ইন করতে হবে না। বার্তা সংস্থা রয়টার্স আজ এক খবরে এ তথ্য জানিয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গাড়ির জন্য বর্তমানে থাকা গুগলের অ্যান্ড্রয়েড অটো সফটওয়্যারের পরিবর্তে গাড়ির জন্য সরাসরি অ্যান্ড্রয়েড তৈরি করা একটি বড় ঘটনা। এখন গুগলের সফটওয়্যার গাড়িতে ব্যবহার করার জন্য গাড়ির সঙ্গে ফোন প্লাগ ইন করতে হয় এবং বিল্ট ইন একটি স্ক্রিন থেকে গান শোনা, ম্যাপ দেখা বা অন্য অ্যাপ্লিকেশন চালাতে হয়।
নাম প্রকাশ না করার শর্তে গুগলের একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, নতুন অপারেটিং সিস্টেমটির নাম হতে পারে ‘অ্যান্ড্রয়েড এম’। গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেমের নাম ললিপপ। এক বছরের মধ্যেই অ্যান্ড্রয়েড এম অপারেটিং সিস্টেমটি উন্মুক্ত করতে পারে গুগল। অবশ্য এ বিষয়টি নিয়ে গুগল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, গুগল গাড়ির জন্য অ্যান্ড্রয়েডের নতুন সংস্করণ আনতে সফল হলে তা গাড়ির বাজারে গুগলের ভিত্তিকে আরও মজবুত করবে। এ ছাড়া চালক গাড়ির এই অ্যান্ড্রয়েড ব্যবহার করে জিপিএস ব্যবহার, গাড়ির ক্যামেরা, সেন্সর প্রভৃতি থেকে নানা তথ্য সংগ্রহ করতে পারবেন। স্মার্টফোনের ব্যাটারি শেষ হয়ে গেলে যেমন গুগল সেবা বন্ধ হয়ে যায়, এ ক্ষেত্রে তা ঘটবে না।





ভূমি সেবা সত্যিকারার্থে জনগণের দোরগোড়ায় পৌঁছেছে: ভূমি সচিব
জুলাই যোদ্ধা লামিয়ার নেতৃত্বে রাষ্ট্র সংস্কার ছাত্র আন্দোলন পুর্নগঠন।
হোয়াটসঅ্যাপ এখন আরও স্মার্ট, এলো যুগান্তকারী ভয়েস চ্যাট ফিচার
ষড়যন্ত্রের গল্প নয়, সংস্কারের জবাব চাই!
স্টারলিংক ও সার্বভৌমত্ব: প্রযুক্তির ছায়ায় দেশ বিক্রির ব্লুপ্রিন্ট?
ঝালকাঠি জেলার শ্রেষ্ঠ ইউএনও নলছিটির নজরুল ইসলাম
বাংলাদেশ: ষড়যন্ত্র, চক্রান্ত এবং অভ্যন্তরীণ শত্রু
‘কাঠামোগত পরিবর্তনে’র ঘোষণা, মাইক্রোসফটে আবারও গণছাঁটাই
চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুর রাজ্জাক আর নেই
সমুদ্রতলদেশের খনিজ সম্পদ: আন্তর্জাতিক আগ্রহের একমাত্র কেন্দ্রবিন্দু