
সোমবার, ২৫ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জেলার খবর » শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ জরুরি- ডিসি নুসরাত সুলতানা
শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ জরুরি- ডিসি নুসরাত সুলতানা
মোঃ বুলবুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নকুড়ি হলরুমে ২৪ আগস্ট (রবিবার) ৪২ জন শ্রমিকদের জন্য ৫ দিনব্যাপী শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়।
এসময় শিল্প সম্পর্ক শিক্ষায়তন, রাজশাহীর উপপরিচালক মোহাম্মদ সাদেকুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
অত্র শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে বর্তমান শ্রমিকরা তাঁদের নায্য অধিকার ও কর্তব্য সম্পর্কে অবগত হবে।
এসময় প্রধান অতিথি জেলা প্রশাসক নুসরাত সুলতানা জানান শ্রমিকরা আমাদের গৌরব এদেশের অর্থনীতির মুল চালিকা শক্তি। শ্রমিকরা আছে বলো এই সমাজের উন্নয়ন সম্ভব হচ্ছে। সুতারাং শ্রমিকদের অধিকার ও দাবি আদায়ে শ্রম আইন বিষয়ক প্রশিক্ষণ জরুরি।