মোদির বাংলাদেশ সফর নিয়ে মমতার কড়া সমালোচনা
পক্ষকাল ডেস্ক-
পশ্চিমবঙ্গের নির্বাচনের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে কড়া সমালোচনা করেছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে মোদির বিরুদ্ধে নির্বাচনী বিধি ভঙ্গের অভিযোগ এনে তার ভিসা বাতিলের দাবি জানান তিনি।
সম্প্রতি এক নির্বাচনী প্রচারণায় মমতা এসব মন্তব্য করেন।
মমতার অভিযোগ, বাংলাদেশ সফরে এসে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থান ওড়াকন্দিতে মোদির মন্দির পরিদর্শনের মূল কারণ হচ্ছে তাদের সমর্থন আদায়। এ সময় ২০১৯-এর লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রচারে অংশ নেয়ায় বাংলাদেশের অভিনেতা ফেরদৌসের ভিসা বাতিল করার প্রসঙ্গ টেনে আনেন মমতা। ফেরদৌসের ভিসা বাতিল করা হলে মোদির কেন করা হবে না- এমন প্রশ্ন তোলেন তিনি।
তিনি বলেন, ‘এদিকে নির্বাচন চলে আর তিনি (নরেন্দ্র মোদি) বাংলাদেশে গিয়ে ভাষণ দেন। এতে পুরোপুরি নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন হয়েছে।’
এদিকে করোনা মহামারির ঊর্ধ্বগতির মধ্যেই ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের ভোটগ্রহণ শেষ হয়েছে। স্থানীয় শনিবার (২৭ মার্চ) সকাল ৭টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। করোনার স্বাস্থ্যবিধি মেনে ৮ দফা নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
প্রথম দফায় পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাকুড়া, ঝাড়গ্রামসহ ৩০টি আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে নেওয়া হয় ব্যাপক নিরাপত্তাব্যবস্থা।





বাংলাদেশের মতো, USIRI নেপালি যুবকদেরও অর্থায়ন ও প্রশিক্ষণ দিয়েছিল রেজিম পরিবর্তনের আন্দোলন গঠনে
আন্তর্জাতিক প্রেক্ষাপট এবং বাংলাদেশে সম্ভাব্য চ্যালেঞ্জ
তালিবানের ঘোষণা : “বাগরাম বিমানঘাঁটি কখনই মার্কিনিদের হাতে দেওয়া হবে না”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশিদের প্রথম দল দেশে ফিরছে আজ
আট বছরেও পরিস্থিতির উন্নতি হয়নি, রোহিঙ্গা সংকট নিয়ে জাতিসংঘের উদ্বেগ
কঙ্গোর পূর্বাঞ্চলে মানবাধিকার লঙ্ঘনের তথ্য ফাঁস অ্যামনেস্টির
শান্তি আলোচনার ইঙ্গিতে কমলো তেলের দাম
মালয়েশিয়ায় কলিং ভিসা পুনরায় চালু বাংলাদেশিদের জন্য সুযোগ, না অনিশ্চয়তা?
চীন ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের গতি বজায় রাখতে সম্মত
চীন: কোনো শক্তিকেই তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে দেওয়া হবে না